মতলব উত্তরে ধানের চারা ফেলা নিয়ে বাগ্‌বিতণ্ডা, হামলায় বৃদ্ধ নিহত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ২০: ৪৯
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তরে ধানের চারা ফেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলায় কবির সরকার (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুলতানাভষবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। কবির সরকার ছোট লক্ষ্মীপুর গ্ৰামের বাসিন্দা।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের ধানের চারা ফেলার জায়গা নিয়ে একই গ্ৰামের মানিক প্রধানের (৫৫) সঙ্গে কবির সরকারের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে কবির সরকারকে আঘাত করেন তিনি। উপর্যুপরি আঘাতে কবির সরকার মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় মানিক প্রধানের স্ত্রী শামসুন নাহার ও একই গ্ৰামের মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত