মতলব উত্তরে ধানের চারা ফেলা নিয়ে বাগ্‌বিতণ্ডা, হামলায় বৃদ্ধ নিহত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তরে ধানের চারা ফেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলায় কবির সরকার (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুলতানাভষবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। কবির সরকার ছোট লক্ষ্মীপুর গ্ৰামের বাসিন্দা।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের ধানের চারা ফেলার জায়গা নিয়ে একই গ্ৰামের মানিক প্রধানের (৫৫) সঙ্গে কবির সরকারের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে কবির সরকারকে আঘাত করেন তিনি। উপর্যুপরি আঘাতে কবির সরকার মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় মানিক প্রধানের স্ত্রী শামসুন নাহার ও একই গ্ৰামের মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত