Ajker Patrika

চৌদ্দগ্রামে বাসের বোমা হামলা: সাবেক চেয়ারম্যান বাবা ও যুবলীগ নেতা ছেলে গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গতকাল শনিবার রাতে গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গতকাল শনিবার রাতে গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমায় যাত্রীবাহী বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও তাঁর ছেলে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

আজ রোববার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার রাতে কুমিল্লা শহর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তাঁর ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার। সালাউদ্দিন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হন। ওই ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১ নম্বর এবং তাঁর ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার ৭৯ নম্বর আসামি।

ওসি মোহাম্মদ আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘পেট্রলবোমা মেরে বাসের ৮ যাত্রী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত