Ajker Patrika

ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে ৪ কিশোর আহত

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২২: ৪২
ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে ৪ কিশোর আহত হয়েছে। ছবি: আজকের পত্রিকা
ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে ৪ কিশোর আহত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে চার কিশোর আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭) এবং মো. শাহীনের ছেলে রিজন (১৬)। সবাই স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে অমিত হাসানের এক ফেসবুক পোস্টে নিলয় নামে এক কিশোর ‘হা হা’ রিয়েক্ট দেয়। শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিতসহ ৬-৭ জন কিশোর নিলয়ের কাছে ওই রিয়েক্টের কারণ জানতে চায়। এ সময় বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নিলয় পকেট থেকে টিপ ছুরি বের করে অমিতসহ বাকিদের ওপর আক্রমণ চালায়। এতে চার কিশোর আহত হয়।

গুরুতর আহত রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থলে থাকা আবদুল্লাহ আল মামুন শাহী বলেন, ‘বিগত একটি ঘটনা নিয়ে নিলয়ের সঙ্গে অমিতের ঝামেলা ছিল। সেই রেশ ধরে নিলয় কয়েক দিন আগে অমিতের ফেসবুক পোস্টে ‘‘হা হা’’ রিয়েক্ট দেয়। শুক্রবার রাতে বিষয়টি জানতে চাইলে নিলয় ক্ষিপ্ত হয়ে ছুরি নিয়ে হামলা করে।’

আহত রিজন বলেন, ‘আমরা তাঁকে (নিলয়) কিছু বলিনি। অমিত ভাই শুধু জানতে চেয়েছিলেন কেন ‘‘হা হা’’ রিয়েক্ট দিয়েছে। এতেই সে রেগে গিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়।’

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুর রহমান বলেন, ‘আহত চারজনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আরেকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নিলয়কে আটকের জন্য অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত