Ajker Patrika

বিএনপি-জামায়াতের ওপর আল্লাহর গজব পড়েছে: সাবেক রেলপথমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৮: ৫৫
বিএনপি-জামায়াতের ওপর আল্লাহর গজব পড়েছে: সাবেক রেলপথমন্ত্রী

সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ওপর আল্লাহর গজব পড়েছে, তাই তারা আর কোনো দিন ক্ষমতার মুখ দেখবে না। তারা বোমা রাজনীতি করে, তারা উন্নয়নের জন্য কাজ করে না।’

আজ মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোলমডেল। এ সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয়, তা আর কোনো সরকারের আমলে হয়নি। বাকিরা শুধু লুটপাট করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়নে সবাই একত্রিত হয়ে কাজ করব। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে সরকারে আনবেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জসীমউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, পার্থ সারথি দত্ত।

পরে উন্নয়ন শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত