কুকুর বাঁচাতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল যুবকের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১৫: ৩৯
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৫: ৪৪

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুকুর বাঁচাতে গিয়ে বাসচাপায় তৌহিদুল ইসলাম (২৪) নামের যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার বাকিলা বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনির নুরুল ইসলামের ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

স্থানীয় বাসিন্দা মাহবুবুল আলম জানান, আইদি পরিবহনের একটি বাস চাঁদপুর থেকে কচুয়ার জগৎপুর যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেলে করে আসা তৌহিদুল ইসলাম একটি কুকুরকে বাঁচাতে গিয়ে বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীমা আক্তার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।

বাকিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, তৌহিদুল ইসলাম সদ্য বিবাহিত। সকালে তাঁর স্ত্রীকে মোটরসাইকেলে করে হাজীগঞ্জে নামিয়ে দিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। পথেই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত