Ajker Patrika

চকরিয়ায় ৫ একর জমি উদ্ধার করল বন বিভাগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
চকরিয়ায় দখল হওয়া জমি উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
চকরিয়ায় দখল হওয়া জমি উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে বন বিভাগের পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের উচিতার বিল মৌজায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা মো. খসরুল আমিন, বনকর্মী ও ভিলেজাররা (বনে বসবাসকারী লোক)।

রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ফাঁসিয়াখালী বন বিটের উচিতার বিল এলাকায় বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা, তামাকখেত ও ঘেরা-বেড়া দিয়ে দখল করা হয়। খবর পেয়ে বন, বন্য প্রাণী ও বনজসম্পদ রক্ষায় পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত