নাফ নদে ভেসে আসল ব্যাগভর্তি হ্যান্ড গ্রেনেড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৪
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ০৯

কক্সবাজারের টেকনাফের নাফ নদে ব্যাগভর্তি একটি হ্যান্ড গ্রেনেড ভেসে এসেছে। গ্রেনেডটি স্থানীয় জেলেরা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন। আজ রোববার সকালে উপজেলার নাফ নদের সাবরাং পয়েন্ট থেকে ওই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। 

২-বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেনেডটি কোন দেশের তৈরি এবং কোথা থেকে ভেসে এসেছে—তা তিনি নিশ্চিত করতে পারেননি। 

স্থানীয়দের বরাতে মহিউদ্দীন আহমেদ বলেন, সকালে নাফ নদে একটি ব্যাগ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে ব্যাগটি উদ্ধারের পর খুলে একটি হ্যান্ড গ্রেনেড পান। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি হেফাজতে নেয়। 

মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধার হওয়া গ্রেনেডটি বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত