Ajker Patrika

নাফ নদে ভেসে আসল ব্যাগভর্তি হ্যান্ড গ্রেনেড

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ০৯
নাফ নদে ভেসে আসল ব্যাগভর্তি হ্যান্ড গ্রেনেড

কক্সবাজারের টেকনাফের নাফ নদে ব্যাগভর্তি একটি হ্যান্ড গ্রেনেড ভেসে এসেছে। গ্রেনেডটি স্থানীয় জেলেরা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন। আজ রোববার সকালে উপজেলার নাফ নদের সাবরাং পয়েন্ট থেকে ওই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। 

২-বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেনেডটি কোন দেশের তৈরি এবং কোথা থেকে ভেসে এসেছে—তা তিনি নিশ্চিত করতে পারেননি। 

স্থানীয়দের বরাতে মহিউদ্দীন আহমেদ বলেন, সকালে নাফ নদে একটি ব্যাগ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে ব্যাগটি উদ্ধারের পর খুলে একটি হ্যান্ড গ্রেনেড পান। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি হেফাজতে নেয়। 

মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধার হওয়া গ্রেনেডটি বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত