Ajker Patrika

চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালকের সহকারী মো. নয়ন (২৩) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন বগুড়া সদরের এরুলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও ট্রাক ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘির ডিমাতলি এলাকায় বিকল একটি কাভার্ড ভ্যানের চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় পেছন থেকে খোলা ট্রাক ধাক্কা দিলে ট্রাকচালকের সহকারী নয়ন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নয়নকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নয়নের মামা রাজু আহমেদ বলেন, ‘আমার ভাগনে ইলেকট্রিকের কাজ করত। পরে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করছিল। রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত