সৌদি আরবে ভবনে আগুন, বাংলাদেশির মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৪, ১০: ৩৯
Thumbnail image

সৌদি আরবের রিয়াদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা আবদুল কাদের (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আবদুল কাদের উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাদেকেরপাড়া এলাকার মোহাম্মদ নুরুচ্ছাফার ছেলে।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদি আরবে ব্যবসা করতেন আবদুল কাদের। রিয়াদের একটি বহুতল ভবনের অষ্টম তলায় থাকতেন তিনি। দুর্ঘটনার সময় ওই ভবনের নিচতলার মার্কেটে কাজ করছিলেন। অষ্টম তলায় আগুন ধরে গেলে বাসায় থাকা পাসপোর্ট আনতে যান আবদুল কাদের। এ সময় বাসার ভেতরে আটকা পড়ে ধোঁয়ায় শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

এদিকে লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান আবদুল কাদেরের স্বজনেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত