চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে শুরু হচ্ছে টোল আদায়

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২০: ৫৮
Thumbnail image
চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায় শুরু হচ্ছে। নগরীর পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কটি চট্টগ্রামে নির্মিত প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার (৩ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এর টোল আদায় কার্যক্রমের উদ্বোধন করবেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান নুরুল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে উড়াল সড়কটি উদ্বোধন হলেও যান চলাচল বন্ধ ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৮ আগস্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়।

সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর সিডিএর বোর্ড সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল হার নির্ধারণ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর টোল আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

সিডিএর সিদ্ধান্ত অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল ও ট্রেইলর ব্যতীত মোট ১০ ধরনের গাড়ি চলাচল করতে পারবে। এর মধ্যে প্রাইভেট কারকে ৮০ টাকা, মাইক্রোবাস ১০০, পিকআপ ১৫০, মিনিবাস ২০০, বাস ২৮০, চার চাকার ট্রাক ২০০, ছয় চাকার ট্রাক ৩০০ ও কাভার্ড ভ্যানকে ৪৫০ টাকা টোল দিতে হবে।

সূত্র আরও জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তনের সম্ভাবনা আছে। জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম নিহত কলেজছাত্র ওয়াসিম আকরামের নামে এর নামকরণের প্রস্তাব উঠেছে। টোল আদায় কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে উপদেষ্টা এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।

উল্লেখ্য, ৪ হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নগরীর পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৪ ফুট প্রশস্ত চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমালোচকদের ধুয়ে দিলেন রোহিত

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আ.লীগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত