কক্সবাজার প্রতিনিধি
১৪ দিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার পৌরসভার কায়ুকখালি ঘাট থেকে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে একই পথে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফে পৌঁছায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার যাত্রী ও খাদ্যপণ্য বোঝাই ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর সেন্ট মার্টিন থেকে টেকনাফেও ফিরছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
এর আগে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে সংঘাতের জেরে এক মাস ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অস্থিরতা বিরাজ করে। এ কারণে গত ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্ট মার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিনটি সার্ভিস ট্রলারে করে দেড় শতাধিক যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টায় ওই তিনটি ট্রলার শাহপরীর দ্বীপে পৌঁছায়।
তিনি আরও জানান, বেলা ১১টার দিকে টেকনাফ থেকে এসবি আবরার হাফিজ, এসবি ওসমান গণি, এসবি রাফিয়া নামে তিনটি ট্রলারে শতাধিক যাত্রী, দুই শতাধিক গ্যাস সিলিন্ডার, চাল, ডালসহ কিছু খাদ্যপণ্য নিয়ে যাত্রা করে। এই ট্রলারগুলো বেলা ২টার পরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার সীমান্তে সংঘাতের কারণে ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্টমার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। অবশেষে রোববার সকালে পুনরায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল শুরু করেছে। নিরাপদে ট্রলার ও স্পিডবোটগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে।’
১৪ দিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার পৌরসভার কায়ুকখালি ঘাট থেকে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে একই পথে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফে পৌঁছায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার যাত্রী ও খাদ্যপণ্য বোঝাই ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর সেন্ট মার্টিন থেকে টেকনাফেও ফিরছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
এর আগে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে সংঘাতের জেরে এক মাস ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অস্থিরতা বিরাজ করে। এ কারণে গত ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্ট মার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়।
সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিনটি সার্ভিস ট্রলারে করে দেড় শতাধিক যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টায় ওই তিনটি ট্রলার শাহপরীর দ্বীপে পৌঁছায়।
তিনি আরও জানান, বেলা ১১টার দিকে টেকনাফ থেকে এসবি আবরার হাফিজ, এসবি ওসমান গণি, এসবি রাফিয়া নামে তিনটি ট্রলারে শতাধিক যাত্রী, দুই শতাধিক গ্যাস সিলিন্ডার, চাল, ডালসহ কিছু খাদ্যপণ্য নিয়ে যাত্রা করে। এই ট্রলারগুলো বেলা ২টার পরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার সীমান্তে সংঘাতের কারণে ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্টমার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। অবশেষে রোববার সকালে পুনরায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল শুরু করেছে। নিরাপদে ট্রলার ও স্পিডবোটগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে।’
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ (৫০) নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেরাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
৫ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি, নাম সংশোধনসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পকেট কাটা হচ্ছে সেবাপ্রার্থীদের। এই ঘুষ-বাণিজ্যের হোতা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, সায়রাত সহকারী আব্দুল
৬ ঘণ্টা আগে