১৪ দিন পর টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক 

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

১৪ দিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার পৌরসভার কায়ুকখালি ঘাট থেকে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে একই পথে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলার ও সাতটি স্পিডবোট টেকনাফে পৌঁছায়। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার যাত্রী ও খাদ্যপণ্য বোঝাই ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর সেন্ট মার্টিন থেকে টেকনাফেও ফিরছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’ 

এর আগে মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে সংঘাতের জেরে এক মাস ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অস্থিরতা বিরাজ করে। এ কারণে গত ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্ট মার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। 

সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে তিনটি সার্ভিস ট্রলারে করে দেড় শতাধিক যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টায় ওই তিনটি ট্রলার শাহপরীর দ্বীপে পৌঁছায়। 

তিনি আরও জানান, বেলা ১১টার দিকে টেকনাফ থেকে এসবি আবরার হাফিজ, এসবি ওসমান গণি, এসবি রাফিয়া নামে তিনটি ট্রলারে শতাধিক যাত্রী, দুই শতাধিক গ্যাস সিলিন্ডার, চাল, ডালসহ কিছু খাদ্যপণ্য নিয়ে যাত্রা করে। এই ট্রলারগুলো বেলা ২টার পরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায়। 

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার সীমান্তে সংঘাতের কারণে ৮ জুন থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখে উপজেলা প্রশাসন। এরপর প্রশাসনের সহযোগিতায় বিকল্পপথে দুইবার সেন্টমার্টিনে আসা-যাওয়া করে ট্রলার। পরবর্তী সাগর উত্তাল থাকার কারণে বিকল্পপথও বন্ধ হয়ে যায়। অবশেষে রোববার সকালে পুনরায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল শুরু করেছে। নিরাপদে ট্রলার ও স্পিডবোটগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত