স্টুডেন্টস ফর সভারেন্টির সঙ্গে নাগরিক কমিটির সদস্যের সম্পৃক্ততায় শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

স্টুডেন্টস ফর সভারেন্টির সঙ্গে জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা কমিটির সদস্য শাহাদাৎ ফরাজী সাকিবের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাঁকে শোকজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গতকাল ১৫ জানুয়ারি রাজধানীর মতিঝিল এনসিটিবি কার্যালয়ের সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক কমিটি গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় বিক্ষোভ সমাবেশ এবং হামলার বিচার চেয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে নিজস্ব সাংগঠনিক অবস্থান প্রকাশ করেছে। এ অবস্থায়, গতকাল রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ‘স্টুডেন্সটস ফর সভারেন্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়’—নামক সংগঠনের প্রেস কনফারেন্সে আপনার উপস্থিতি লক্ষ করা গেছে। যা জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক অবস্থান বিরুদ্ধ।

কারণ দর্শানোর নোটিশে আরও উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শানোপূর্বক লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলামোটর রূপায়ণ টাওয়ারস্থ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্যসচিব বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত