কক্সবাজারে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ২২

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী নৌঘাটে তাঁর মরদেহ ভেসে আসে। গতকাল রোববার রাতে নিখোঁজ হয়েছিলেন তিনি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত উদ্ধার হওয়া জেলে মোহাম্মদ রাসেল (২০) উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার ইসহাক আহমদের ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার সন্ধ্যায় মোহাম্মদ রাসেলসহ স্থানীয় কয়েকজন জেলে জাল নিয়ে জাহাজপুরা নৌঘাট সংলগ্ন সাগরে মাছ ধরতে যায়। একপর্যায়ে তিনি স্রোতের টানে ভেসে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য জেলেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।


ওসি আরও বলেন, সোমবার সকালে শিলখালী নৌঘাট সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় রাসেলের মৃতদেহের সন্ধান পান স্বজনরা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। মৃতের লাশ নিজের বাড়িতে রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত