Ajker Patrika

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১২: ০০
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল। ফাইল ছবি
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল। ফাইল ছবি

লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আলমগীর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী হাসান আহমেদ ও তার বোন, অটোরিকশাচালক ফেরদৌস আলম, এক নারী ও এক শিশু আহত হয়। এদের মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদ ও অটোরিকশাচালকের অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আলমগীর হোসেন রামগতি উপজেলার চর আফজাল এলাকার মৃত সেকান্তর আলী পণ্ডিতের ছেলে। আহতদের মধ্যে হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশাচালকসহ অন্যরা সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে চর আলেকজান্ডার থেকে আলমগীর হোসেনসহ অন্যরা সিএনজিচালিত অটোরিকশায় চেপে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান আলমগীর হোসেন। নিহত আলমগীর হোসেন সকালে লক্ষ্মীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে বাড়ির থেকে বের হন। অন্যদিকে হাসান আহমেদ ও তার বোন কলেজের উদ্দেশ্যেই রওনা হয়ে এই দুর্ঘটনার শিকার হন। পরে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা একে আজাদ বলেন, হাসপাতালে নেওয়ার আগে আলমগীর হোসেন মারা যান। এ ছাড়া আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই ময়নাতদন্ত ছাড়াই নিহত আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত