Ajker Patrika

দড়ি ছিঁড়ে পালিয়ে কোরবানির মহিষের তাণ্ডব, নিহত ১ 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৪, ২২: ২২
দড়ি ছিঁড়ে পালিয়ে কোরবানির মহিষের তাণ্ডব, নিহত ১ 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঠাক্কুরঘোনা বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ মহসিন (৩৭)। তিনি ওই এলাকার মুন্সি মিয়ার ছেলে। 

আহতরা হলেন হেলাল উদ্দিন (৫৫), কামরুল ইসলাম (৫০), মো. মোজাহের (৫০) ও এজাহার মিয়া (৪৫)। তাঁদের বাড়িও একই এলাকায়। 

মহিষটি দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার কোরবানির জন্য কিনেন। গতকাল বুধবার বিকেলের দিকে তাঁর উঠান থেকে দড়ি ছিঁড়ে এটি পালিয়ে যায়। এরপর থেকে এটি রাতভর খোঁজ করেও পাওয়া যায়নি। 

রাজানগর ১ নম্বর ওয়ার্ড সদস্য মুহাম্মদ সেকান্দর বলেন, মহসিন পেশায় একজন সবজি বিক্রেতা। আজ সকাল ৮টার দিকে রাণীরহাট বাজারে আসার পথে মহিষের কবলে পড়েন তিনি। এ সময় পেছন থেকে এসে মহিষটি আক্রমণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

পরে দুপুর দুইটার দিকে মহিষটি আরও চারজনকে আক্রমণ করে গুরুতর আহত করে। আহতদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার বলেন, আজ সকালের দিকে মহিষটি স্থানীয়দের আক্রমণ করে। হতাহতের পর দুপুরের দিকে এটিকে বিশেষ কৌশলে ধরে ফেলা হয় এবং ঘটনাস্থলেই জবাই করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত