কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে দুই ছাত্রীকে (১১) যৌন নিপীড়নের অভিযোগে মাদানিয়া মহিলা কওমি মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন কবীরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের সতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত হুমায়ুন কবীর জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই দুই ছাত্রী মাদ্রাসার আবাসিক বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করে। তিন মাস ধরে ওদের কুপ্রস্তাব দিচ্ছিলেন অধ্যক্ষ। গত বুধবার রাত ৮টার দিকে এই দুই শিশুকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে যৌন নিপীড়ন করেন হুমায়ুন কবীর। এ সময় ভুক্তভোগী দুই ছাত্রী চিৎকার করলে তাদের গলা চেপে ধরেন। পরে কৌশলে অফিস কক্ষ থেকে বের হয়ে বাসায় গিয়ে তারা পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
এ ঘটনায় পরদিন গতকাল রাতে ওই দুই ছাত্রীর একজনের মা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করেন।
ভুক্তভোগী এক ছাত্রীর মা বলেন, ‘বাচ্চারা কি মাদ্রাসায়ও নিরাপদ না? আমরা আল্লাহর রাস্তায় জ্ঞান বৃদ্ধির জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছি। কিন্তু সেখানেও আমাদের সন্তান নিরাপদ রইল না। আল্লাহর পথে শিক্ষা দেওয়ার বদলে তারা শয়তানের শিক্ষা দিতে চেয়েছে। আমাদের সন্তানদের মতো যেন অন্য কারও সন্তান এমন ঘটনার শিকার না হয়। এমন ঘটনা ঘটতে থাকলে মাদ্রাসায় পড়াশোনা করানোর প্রতি মানুষের আস্থা উঠে যাবে।’
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জে দুই ছাত্রীকে (১১) যৌন নিপীড়নের অভিযোগে মাদানিয়া মহিলা কওমি মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন কবীরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের সতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত হুমায়ুন কবীর জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই দুই ছাত্রী মাদ্রাসার আবাসিক বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করে। তিন মাস ধরে ওদের কুপ্রস্তাব দিচ্ছিলেন অধ্যক্ষ। গত বুধবার রাত ৮টার দিকে এই দুই শিশুকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে যৌন নিপীড়ন করেন হুমায়ুন কবীর। এ সময় ভুক্তভোগী দুই ছাত্রী চিৎকার করলে তাদের গলা চেপে ধরেন। পরে কৌশলে অফিস কক্ষ থেকে বের হয়ে বাসায় গিয়ে তারা পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
এ ঘটনায় পরদিন গতকাল রাতে ওই দুই ছাত্রীর একজনের মা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করেন।
ভুক্তভোগী এক ছাত্রীর মা বলেন, ‘বাচ্চারা কি মাদ্রাসায়ও নিরাপদ না? আমরা আল্লাহর রাস্তায় জ্ঞান বৃদ্ধির জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছি। কিন্তু সেখানেও আমাদের সন্তান নিরাপদ রইল না। আল্লাহর পথে শিক্ষা দেওয়ার বদলে তারা শয়তানের শিক্ষা দিতে চেয়েছে। আমাদের সন্তানদের মতো যেন অন্য কারও সন্তান এমন ঘটনার শিকার না হয়। এমন ঘটনা ঘটতে থাকলে মাদ্রাসায় পড়াশোনা করানোর প্রতি মানুষের আস্থা উঠে যাবে।’
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদ ও কুয়েট ভিসি পদত্যাগের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১ সেকেন্ড আগেখুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬য় দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ার ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
১৪ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে র্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
৩৭ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪০ মিনিট আগে