শরীয়তপুর প্রতিনিধি
দুই বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে থাকার পর অবশেষে দুই ভারতীয় নাগরিকের লাশের সৎকার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারাগার কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছরের অধিক সময় ধরে লাশ দুটি মর্গে সংরক্ষণে সরকারের প্রায় ২৪ লাখ টাকা খরচ হয়েছে। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন।
ওই দুই ভারতীয় নাগরিক হলেন সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। তাঁদের মধ্যে সত্যেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। আর বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।
শরীয়তপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. একরামুল হক বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ২০২২ সালের ১৮ মে বাবুল সিং এবং ওই বছরের ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর শরীয়তপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার এবং ১৫ এপ্রিল বাবুল সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর থেকে মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকের পর তাঁদের সিদ্ধান্তক্রমে কারা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৎকারের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কারা কর্তৃপক্ষ, প্রশাসনিক পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
দুই বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে থাকার পর অবশেষে দুই ভারতীয় নাগরিকের লাশের সৎকার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারাগার কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছরের অধিক সময় ধরে লাশ দুটি মর্গে সংরক্ষণে সরকারের প্রায় ২৪ লাখ টাকা খরচ হয়েছে। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন।
ওই দুই ভারতীয় নাগরিক হলেন সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। তাঁদের মধ্যে সত্যেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। আর বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।
শরীয়তপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. একরামুল হক বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ২০২২ সালের ১৮ মে বাবুল সিং এবং ওই বছরের ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর শরীয়তপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার এবং ১৫ এপ্রিল বাবুল সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর থেকে মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকের পর তাঁদের সিদ্ধান্তক্রমে কারা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৎকারের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কারা কর্তৃপক্ষ, প্রশাসনিক পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
১১ মিনিট আগেনোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।
৩৭ মিনিট আগেপ্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৯ ঘণ্টা আগেবইমেলার বাংলা একাডেমি অংশে কাব্যিক অডিওবুকের স্টল। নামেই বোঝা যায়, এখানে কাগজের কোনো সম্পর্ক নেই। স্টলে নেই কোনো বইয়ের তাক। সঙ্গে একটি মোবাইল থাকলেই হলো।
৯ ঘণ্টা আগে