শরীয়তপুর প্রতিনিধি
ঈদ সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র। নদীতে চাঁদাবাজির তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সময় উপজেলার সিডারচর পদ্মা নদী থেকে তাঁদের গ্রেপ্তার করে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল।
গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার শামুর বাড়ি গ্রামের হোসেম মাদবরের ছেলে রুবেল মাদবর (৩০), তাঁর ভাই আল আমিন (২২) এবং একই গ্রামের কুরবান ঢালীর ছেলে মাসুম ঢালী (৪০)।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দিন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন।
পরিদর্শক জসীম উদ্দিন বলেন, ‘সিডারচর এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করছে তিন চাঁদাবাজ এমন খবরে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের উপস্থিতি দেখে তাঁরা পালানোর চেষ্টা করেন। তাঁদের আটক করতে সক্ষম হই।’
জসীম উদ্দিন আরও বলেন, ‘চাঁদাবাজদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার, একটি চাপাতি, একটি ছুরি ও নগদ ৮০০ টাকা জব্দ করি। তাদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।’
ঈদ সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র। নদীতে চাঁদাবাজির তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সময় উপজেলার সিডারচর পদ্মা নদী থেকে তাঁদের গ্রেপ্তার করে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল।
গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার শামুর বাড়ি গ্রামের হোসেম মাদবরের ছেলে রুবেল মাদবর (৩০), তাঁর ভাই আল আমিন (২২) এবং একই গ্রামের কুরবান ঢালীর ছেলে মাসুম ঢালী (৪০)।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দিন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন।
পরিদর্শক জসীম উদ্দিন বলেন, ‘সিডারচর এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করছে তিন চাঁদাবাজ এমন খবরে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের উপস্থিতি দেখে তাঁরা পালানোর চেষ্টা করেন। তাঁদের আটক করতে সক্ষম হই।’
জসীম উদ্দিন আরও বলেন, ‘চাঁদাবাজদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার, একটি চাপাতি, একটি ছুরি ও নগদ ৮০০ টাকা জব্দ করি। তাদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।’
সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর ব্যানারে এ কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেওয়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। দ্রুত দাবি না...
২ মিনিট আগেছয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় তাঁরা অবস্থান নেন। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
৬ মিনিট আগেটাঙ্গাইলের একটি কেন্দ্রে ভিন্ন সেটের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষার্থী নেওয়া হয়েছে। এতে পরীক্ষায় পাস করা নিয়ে ২৮১ পরীক্ষার্থী দুশ্চিন্তায় পড়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্রটির ট্যাগ অফিসার ও সহকারী কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার শহীদ জাহাঙ্গীর
১০ মিনিট আগেচাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিজয় (১৯), জিসান (১৮) ও অভি (১৮) নামে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে শহরের মুসলিম পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
১২ মিনিট আগে