Ajker Patrika

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১২ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১২ বছর পর গ্রেপ্তার

মাদক মামলায় ১২ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই আসামির নাম আবুল কালাম আজাদ (৪৩)।

আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়ে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম বলেন, ‘গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২০১১ সালের ১২ সেপ্টেম্বর মাদক বিক্রয়ের সময় দুই’শ বোতল ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা হয়।’

শিহাব করিম আরও বলেন, ‘ওই মামলায় আবুল কালাম আজাদ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। মামলাটির বিচারকার্য শেষে আজাদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।’

তিনি বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে ১২ বছর ধরে পলাতক এ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আজাদকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত