Ajker Patrika

২৯ রোজাতেও খোলা থাকবে সরকারি অফিস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ মে ২০২১, ১৪: ৩২
২৯ রোজাতেও খোলা থাকবে সরকারি অফিস

ঢাকা: অন্যবার ২৯ রোজার দিন থেকে ঈদের সরকারি ছুটি দেওয়া হলেও এবার ২৯তম রোজার দিন অর্থাৎ ১২ মে বুধবার সরকারি অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল বুধবার সরকারি অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। বৃহস্পতি, শুক্র ও শনিবার ঈদের ছুটি থাকবে।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে ঈদুল ফিতর। রোজা ২৯টি হলে ১৩ মে বৃহস্পতিবার হবে ঈদুল ফিতর। আর রোজা ৩০টি হলে ঈদ হবে ১৪ মে, শুক্রবার।

সাধারণত ২৯ রোজার দিন থেকে তিন দিন ঈদের ছুটি দেওয়া হয়। আর রোজা ৩০টি হলে ঈদের ছুটি একদিন বেড়ে হয় চার দিন। এবার কেন ২৯ রোজার দিন সরকারি অফিস খোলা রাখা হচ্ছে, এ প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, রোজা ২৯টি হবে নাকি ৩০টি হবে সেটি তো আগে থেকে জানার কোনো অপশন নেই। কিন্তু ২৯ রোজা শেষ করে অর্থাৎ ১২ মে বুধবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় কবে ঈদ হবে তা জানা যাবে। ২৯ রোজার পর ঈদ হলে বৃহস্পতিবার ঈদ করতে অনেকেই বাড়ি ফিরতে পারবেন না।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তানাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার তিন দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। ঈদের ছুটিতে সবাই যাতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন সেজন্য এবার ২৯ রোজা থেকে ঈদের ছুটি দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত