Ajker Patrika

মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহন, গ্রেপ্তার ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৪: ২৮
মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহন, গ্রেপ্তার ২ 

মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহন করছিলেন দুই ব্যক্তি। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে চলমান পুলিশের তল্লাশিতে ধরা পড়েন তাঁরা। 

আজ বুধবার সকাল ৯টার দিকে আমিনবাজার চেকপোস্ট থেকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন। ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ থাকায় সকাল থেকেই সেখানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল ঢাকা জেলা পুলিশ। 

আটককৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)। 

সাভার মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, ‘নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশি চলার সময় সন্দেহ হলে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা মূলত সংবাদপত্রের স্টিকার লাগিয়ে মাদক পরিবহন করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

ঢাকায় দুই দলের রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে আমিনবাজারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানেই পুলিশ সদস্যদের তল্লাশির মুখে পড়ে ‘জরুরি সংবাদপত্র’লেখা মাইক্রোবাসটি। 

উল্লেখ্য, আজ আওয়ামী লীগ, বিএনপি ও তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করবে। বিএনপি নয়াপল্টনে বেলা ২টায় জনসমাবেশ করবে। ক্ষমতাসীন আওয়ামী লীগও বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত