সাভার (ঢাকা) প্রতিনিধি
মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহন করছিলেন দুই ব্যক্তি। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে চলমান পুলিশের তল্লাশিতে ধরা পড়েন তাঁরা।
আজ বুধবার সকাল ৯টার দিকে আমিনবাজার চেকপোস্ট থেকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন। ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ থাকায় সকাল থেকেই সেখানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল ঢাকা জেলা পুলিশ।
আটককৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)।
সাভার মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, ‘নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশি চলার সময় সন্দেহ হলে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা মূলত সংবাদপত্রের স্টিকার লাগিয়ে মাদক পরিবহন করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ঢাকায় দুই দলের রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে আমিনবাজারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানেই পুলিশ সদস্যদের তল্লাশির মুখে পড়ে ‘জরুরি সংবাদপত্র’লেখা মাইক্রোবাসটি।
উল্লেখ্য, আজ আওয়ামী লীগ, বিএনপি ও তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করবে। বিএনপি নয়াপল্টনে বেলা ২টায় জনসমাবেশ করবে। ক্ষমতাসীন আওয়ামী লীগও বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।
মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহন করছিলেন দুই ব্যক্তি। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে চলমান পুলিশের তল্লাশিতে ধরা পড়েন তাঁরা।
আজ বুধবার সকাল ৯টার দিকে আমিনবাজার চেকপোস্ট থেকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন। ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ থাকায় সকাল থেকেই সেখানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল ঢাকা জেলা পুলিশ।
আটককৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)।
সাভার মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, ‘নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশি চলার সময় সন্দেহ হলে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা মূলত সংবাদপত্রের স্টিকার লাগিয়ে মাদক পরিবহন করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ঢাকায় দুই দলের রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে আমিনবাজারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানেই পুলিশ সদস্যদের তল্লাশির মুখে পড়ে ‘জরুরি সংবাদপত্র’লেখা মাইক্রোবাসটি।
উল্লেখ্য, আজ আওয়ামী লীগ, বিএনপি ও তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করবে। বিএনপি নয়াপল্টনে বেলা ২টায় জনসমাবেশ করবে। ক্ষমতাসীন আওয়ামী লীগও বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৩৮ মিনিট আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
১ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
১ ঘণ্টা আগে