Ajker Patrika

উত্তরখানে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৪, ১০: ২৭
উত্তরখানে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরখানের কুড়িপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির তারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আব্দুল্লাহপুর টু মৈনারটেক সড়কের কুড়িপাড়ার হাজী সুপার মার্কেটের সঙ্গের বৈদ্যুতিক খুঁটিতে আজ শনিবার ভোর সোয়া ৪টায় এই অগ্নিকাণ্ড হয়। উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুছ সামাদ বিষয়টি নিশ্চিত করেন।

প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে ওই মার্কেট ও বৈদ্যুতিক খুঁটিসংলগ্ন বাড়িটি রক্ষা পেয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশপাশের লোকজন আগুন আগুন বলে চিৎকার করছে। আর যে যেভাবে পারছে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওই সময় ওই পথ দিয়ে একটি বালুবোঝাই ডাম্পট্রাক যাচ্ছিল। সেটি রাস্তায় থামিয়ে উত্তরখান থানা-পুলিশের ড্রাইভার সুজন ও এলাকাবাসী গাড়িতে উঠে বালু ছিটাতে থাকেন। পরে পুলিশের কয়েকটি টিমও ঘটনাস্থলে আসে। এতে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই সময় কুড়িপাড়া এলাকায় ছিলেন আলমগীর নামের একজন গাড়ির মিস্ত্রি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বসে লুডু খেলছিলাম। তখন দেখি মার্কেটের ওপরের তারে আগুন লাগছে। পরে ৯৯৯-এ ফোন দিয়ে আমরা জানাই। তারপর পুলিশ আসে।’

এদিকে আগুনের খবর পেয়ে উত্তরখান থানার উপপরিদর্শক আব্দুছ সামাদ ও আশরাফুল আলম এবং এএসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে তিনটি টিম ঘটনাস্থলে আসে। তারা রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে বালু-পানি মেরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে উত্তরখান থানার এসআই আব্দুছ সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসী আগুন লাগার খবরটি জানায়। পরে দ্রুত ঘটনাস্থলে এসে তাদের সহযোগিতায় পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত সময়ের মধ্যে জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত