উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, দিয়াবাড়িসহ উত্তরার বিভিন্ন সেক্টরের মসজিদ থেকে গভীর রাতে একযোগে ডাকাত আতঙ্কে মাইকিং। এর পর থেকে পাহারায় নির্ঘুম দুই রাত কেটেছে উত্তরাবাসীর। উত্তরার বিভিন্ন সেক্টর, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও দিয়াবাড়ি এলাকায় গত বুধবার (৭ আগস্ট) ও গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে ঘুরে এমন খবর পাওয়া যায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে ডাকাত পাহারা ও যানজট নিরসনে ট্রাফিকের কাজ করছেন ছাত্ররা।
এ ছাড়াও উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়েও তাদের একই কার্যক্রম চালাতে দেখা যায়। এসব শিক্ষার্থীদের কাছ থেকে সন্দেহজনক গাড়িগুলো তল্লাশিও বাদ যাচ্ছে না।
শুধু উত্তরার মধ্যেই নয়, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও দিয়াবাড়ির বিভিন্ন অলিগতিতে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীও যুক্ত হয়ে ডাকাত পাহারা দিতে দেখা যায়।
শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাতে ডাকাতির অভিযোগে উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকা থেকে দেশীয় অস্ত্র ৯ জনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে ডাকাত সন্দেহ তিনজনকে, ১০ নম্বর সেক্টর থেকে দুজনকে, ৮ নম্বর সেক্টর থেকে একজন এবং উত্তরখানের বালুরমাঠ এলাকা থেকে ডাকাত সন্দেহে একজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ছাত্র-জনতা।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরখান ও দক্ষিণখান এলাকার সর্বপ্রথম মাজার মসজিদ থেকে মাইকিং শুরু করে। পরে আস্তে আস্তে উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকিং করা শুরু হয়। মাইকিং শুনে এ প্রতিবেদক উত্তরখানের হেলাল মার্কেট, মাদারবাড়ী, বালুরমাঠ, দক্ষিণখানের ফায়দাবাদ, কাঁচাবাজারসহ বিভিন্ন মসজিদে গিয়ে কোথায় ডাকাতি হচ্ছে খোঁজখবর জানতে চাইলে মসজিদের ইমাম, মোয়াজ্জেম কেউই কোনো সুনির্দষ্ট তথ্য দিতে পারেন নি।
তারা বলেন- লোকজন একের পর এক ফোন দিয়ে আমাদেরকে বলছে- এলাকায় ডাকাতি হচ্ছে। সবাইকে সাবধান হওয়ার জন্য মাইকিং করেন।’
উত্তরখানের মাজারে রাত জেগে পাহারা দেওয়া বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, ‘মাজার তেতুলতলার অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বাড়িতে বুধবার ডাকাতির কথা শোনা যায়। তার ছেলে রিয়াজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জমিজমা নিয়ে ১২ বছর ধরে দ্বন্দ্ব চলছে। এটি নিয়ে আদালতে মামলাও চলছে। আমাদের বাড়ির পাশের এক লোকের সঙ্গে এই ঝামেলা চলছে। তারাই লোকজন পাঠিয়ে বাড়ি দখলের পাঁয়তারা করে।’
তিনি বলেন, ‘আমি ফেসবুক ও এলাকার বিভিন্ন গ্রুপে ডাকাতি হচ্ছে এমন পোস্ট দিয়েছিলাম, যেন লোকজন দ্রুত সময়ের মধ্যে মানুষের সহযোগিতা পাই।’
বাড়িটির ভাড়াটিয়া রিয়াজ আহমেদের খালা আজকের পত্রিকাকে বলেন, ‘৪/৫ জন এসে আমাদের দরজায় ধাক্কাইছে। পরে গেট খোলার পর তারা বলছে, আপনারা এখন সব কিছু নিয়ে বের হয়ে যান। আবার তারা টাকাও দিতে চেয়েছিল।’
উত্তরা ৭ নম্বর সেক্টরে বসবাসকারী ট্রাফিক পুলিশের পরিদর্শক সালাহ উদ্দিন প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে আমি ও আমার ছেলে ৭ নম্বর সেক্টররে ঢুকার সময় দেখি ডাকাত সন্দেহে তিনজনকে জনগণ আটক করে রেছে। পরে আমার ছেলে সেখানে গিয়ে দেখে আটক তিনজনকে সেনাবাহিনী এসে নিয়ে যায়।’
অন্যদিকে ইসিবি চত্বর থেকে ও মাটিকাটা এলাকার লোকজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ইসিবি বুধবার রাত ৯টার দিকে ২০০-৩০০ লোক ডাকাতি করতে ঢুকছিল। ঢুকেই এলোপাথাড়ি গুলি করে। পরে আমরা এলাকাবাসী তাদের ধাওয়া করে সব এক্সিট গেটে অবস্থান নিয়ে ঘেরাও দিয়ে অনেকগুলাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’
আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এলাকাবাসী বলেন, ‘তাদের মিরপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ভাড়া করে অস্ত্র ও টাকা দিয়েছে। আটক হওয়া ডাকাতরা সবাই কালশীর বিহারী ক্যাম্পের লোকজন।’
উত্তরা এলাকায় দায়িত্বপালনকারী একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন এলাকা থেকে ডাকাতি হচ্ছে, এমন অভিযোগ পেয়েছি। কোথাও কোথাও জনগণ আটক করে আমাদের হাতে কয়েকজনে তুলে দিয়েছে। আবার অনেক জায়গায় গিয়েও কোনো সত্যতা পাওয়া যায় নি।’
তিনি বলেন, ‘আমরা ডাকাত নেমেছে এমন অভিযোগ পেয়েছি। কিন্তু ডাকাতি হয়েছে, এমন কোনো অভিযোগ পাইনি।’
উত্তরা বিভাগে কর্মরত একজন পুলিশ পরিদর্শক আজকের পত্রিকাকে বলেন, ‘থানা ও ফাঁড়ি থেকে লুট করে নিয়ে যাওয়া ব্যক্তিরা সশস্ত্র হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি লুটপাট করার চেষ্টা চালাচ্ছে।’
রাজধানীর উত্তরার উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, দিয়াবাড়িসহ উত্তরার বিভিন্ন সেক্টরের মসজিদ থেকে গভীর রাতে একযোগে ডাকাত আতঙ্কে মাইকিং। এর পর থেকে পাহারায় নির্ঘুম দুই রাত কেটেছে উত্তরাবাসীর। উত্তরার বিভিন্ন সেক্টর, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও দিয়াবাড়ি এলাকায় গত বুধবার (৭ আগস্ট) ও গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে ঘুরে এমন খবর পাওয়া যায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে ডাকাত পাহারা ও যানজট নিরসনে ট্রাফিকের কাজ করছেন ছাত্ররা।
এ ছাড়াও উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়েও তাদের একই কার্যক্রম চালাতে দেখা যায়। এসব শিক্ষার্থীদের কাছ থেকে সন্দেহজনক গাড়িগুলো তল্লাশিও বাদ যাচ্ছে না।
শুধু উত্তরার মধ্যেই নয়, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও দিয়াবাড়ির বিভিন্ন অলিগতিতে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীও যুক্ত হয়ে ডাকাত পাহারা দিতে দেখা যায়।
শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাতে ডাকাতির অভিযোগে উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকা থেকে দেশীয় অস্ত্র ৯ জনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে ডাকাত সন্দেহ তিনজনকে, ১০ নম্বর সেক্টর থেকে দুজনকে, ৮ নম্বর সেক্টর থেকে একজন এবং উত্তরখানের বালুরমাঠ এলাকা থেকে ডাকাত সন্দেহে একজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ছাত্র-জনতা।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরখান ও দক্ষিণখান এলাকার সর্বপ্রথম মাজার মসজিদ থেকে মাইকিং শুরু করে। পরে আস্তে আস্তে উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকিং করা শুরু হয়। মাইকিং শুনে এ প্রতিবেদক উত্তরখানের হেলাল মার্কেট, মাদারবাড়ী, বালুরমাঠ, দক্ষিণখানের ফায়দাবাদ, কাঁচাবাজারসহ বিভিন্ন মসজিদে গিয়ে কোথায় ডাকাতি হচ্ছে খোঁজখবর জানতে চাইলে মসজিদের ইমাম, মোয়াজ্জেম কেউই কোনো সুনির্দষ্ট তথ্য দিতে পারেন নি।
তারা বলেন- লোকজন একের পর এক ফোন দিয়ে আমাদেরকে বলছে- এলাকায় ডাকাতি হচ্ছে। সবাইকে সাবধান হওয়ার জন্য মাইকিং করেন।’
উত্তরখানের মাজারে রাত জেগে পাহারা দেওয়া বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, ‘মাজার তেতুলতলার অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বাড়িতে বুধবার ডাকাতির কথা শোনা যায়। তার ছেলে রিয়াজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জমিজমা নিয়ে ১২ বছর ধরে দ্বন্দ্ব চলছে। এটি নিয়ে আদালতে মামলাও চলছে। আমাদের বাড়ির পাশের এক লোকের সঙ্গে এই ঝামেলা চলছে। তারাই লোকজন পাঠিয়ে বাড়ি দখলের পাঁয়তারা করে।’
তিনি বলেন, ‘আমি ফেসবুক ও এলাকার বিভিন্ন গ্রুপে ডাকাতি হচ্ছে এমন পোস্ট দিয়েছিলাম, যেন লোকজন দ্রুত সময়ের মধ্যে মানুষের সহযোগিতা পাই।’
বাড়িটির ভাড়াটিয়া রিয়াজ আহমেদের খালা আজকের পত্রিকাকে বলেন, ‘৪/৫ জন এসে আমাদের দরজায় ধাক্কাইছে। পরে গেট খোলার পর তারা বলছে, আপনারা এখন সব কিছু নিয়ে বের হয়ে যান। আবার তারা টাকাও দিতে চেয়েছিল।’
উত্তরা ৭ নম্বর সেক্টরে বসবাসকারী ট্রাফিক পুলিশের পরিদর্শক সালাহ উদ্দিন প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে আমি ও আমার ছেলে ৭ নম্বর সেক্টররে ঢুকার সময় দেখি ডাকাত সন্দেহে তিনজনকে জনগণ আটক করে রেছে। পরে আমার ছেলে সেখানে গিয়ে দেখে আটক তিনজনকে সেনাবাহিনী এসে নিয়ে যায়।’
অন্যদিকে ইসিবি চত্বর থেকে ও মাটিকাটা এলাকার লোকজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ইসিবি বুধবার রাত ৯টার দিকে ২০০-৩০০ লোক ডাকাতি করতে ঢুকছিল। ঢুকেই এলোপাথাড়ি গুলি করে। পরে আমরা এলাকাবাসী তাদের ধাওয়া করে সব এক্সিট গেটে অবস্থান নিয়ে ঘেরাও দিয়ে অনেকগুলাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’
আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এলাকাবাসী বলেন, ‘তাদের মিরপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ভাড়া করে অস্ত্র ও টাকা দিয়েছে। আটক হওয়া ডাকাতরা সবাই কালশীর বিহারী ক্যাম্পের লোকজন।’
উত্তরা এলাকায় দায়িত্বপালনকারী একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন এলাকা থেকে ডাকাতি হচ্ছে, এমন অভিযোগ পেয়েছি। কোথাও কোথাও জনগণ আটক করে আমাদের হাতে কয়েকজনে তুলে দিয়েছে। আবার অনেক জায়গায় গিয়েও কোনো সত্যতা পাওয়া যায় নি।’
তিনি বলেন, ‘আমরা ডাকাত নেমেছে এমন অভিযোগ পেয়েছি। কিন্তু ডাকাতি হয়েছে, এমন কোনো অভিযোগ পাইনি।’
উত্তরা বিভাগে কর্মরত একজন পুলিশ পরিদর্শক আজকের পত্রিকাকে বলেন, ‘থানা ও ফাঁড়ি থেকে লুট করে নিয়ে যাওয়া ব্যক্তিরা সশস্ত্র হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি লুটপাট করার চেষ্টা চালাচ্ছে।’
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
১৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে