রাজধানীর মোহাম্মদপুরে দগ্ধ রাসেল মারা গেছে

ঢামেক প্রতিবেদক
আপডেট : ৩১ মে ২০২৪, ২১: ২৮
Thumbnail image

রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ রাসেল (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) চয়ন সাহা। 

চয়ন সাহা জানান, রাসেলের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যায়। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় রাসেলের বড় ভাই মো. আশিক বাদী হয়ে একটি মামলা করেছেন। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসআই আরও জানান, আজ রাত ৯টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারিতে বিবাদীরা রাসেলের শরীরে আগুন ধরিয়ে দেয়। সেদিন রাতেই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে স্বজনেরা। আগুনে দগ্ধের কারণে রাসেলের মৃত্যু হয়েছে। 

দগ্ধ রাসেলের বড় ভাই মো. আশিক জানান, তাঁরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকেন। রাসেল বেকার। গতকাল রাত ৯টার দিকে বাসার কিছুটা অদূরে পাম্প থেকে পানি আনতে যাচ্ছিল সে। পথে হুমায়ুন রোডে আল বশির জামে মসজিদের পাশে আসলে সেখানে মারামারির ঘটনা ঘটে। সেখান থেকে আগুনে রাসেল দগ্ধ হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাতে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত