Ajker Patrika

রামপুরায় আমীর হোসেনের মৃত্যু, হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩৫
রামপুরায় আমীর হোসেনের মৃত্যু, হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে আমীর হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী আননী বেগম মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। 

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও এই মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান (পলাশ) ও এ বি এম সিদ্দিক। 

গত ১৯ জুলাই বিটিভি ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আমীর হোসেন নামে এক ব্যক্তি। 

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিদের নির্দেশে অন্য আসামিরা আমীর হোসেনকে গুলি করে হত্যা করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে আসামিরা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত