Ajker Patrika

পাংশায় গৃহবধূর বিরুদ্ধে স্বামীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
পাংশায় ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত
পাংশায় ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর বিরুদ্ধে লোকজন নিয়ে স্বামীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া (খালাশীপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী, শাশুড়িসহ তিনজন আহত হয়েছেন। ভুক্তভোগী মো. আলামিন মণ্ডল ভুরকুলিয়া গ্রামের সোবাহান মণ্ডলের ছেলে। অভিযুক্ত গৃহবধূ লাখি বেগম উপজেলার কমবামাজাইল ইউনিয়নের দিঘলহাট গ্রামের জহিরুল মণ্ডলের একমাত্র মেয়ে। তিনি দুই বিয়ে করা আলামিনের প্রথম স্ত্রী।

ভুক্তভোগী আলামিন মণ্ডল বলেন, ‘আড়াই বছর আগে আমি প্রবাস থেকে বাড়ি আসার পর লাখির সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। ছয় মাস পর আমি আবার প্রবাসে চলে যাই। ছয় মাস থেকে আবার বাড়ি আসার তিন মাস পর আমার স্ত্রী তার মামাতো ভাইয়ের সঙ্গে চলে যায়। এরপর থেকে তারা বিয়ে করে কুষ্টিয়ায় থাকে। আমিও দ্বিতীয় বিয়ে করি। এর মধ্যে আমার প্রথম স্ত্রী লাখি বেগম আমার বিরুদ্ধে রাজবাড়ী আদালতে যৌতুকের মামলা করে। মামলা এখনো চলমান। এরই মধ্যে আজ তার নেতৃত্বে চাচা, চাচাতো ভাই, নানা, মামাসহ ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে এবং আমাকে, তিন মাসের অন্তঃসত্ত্বা আমার দ্বিতীয় স্ত্রী ও আমার মাকে মারধর করে।’

পাংশায় ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত
পাংশায় ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

আলামিনের মা মোছা. মর্জিনা বেগম বলেন, ‘আমি সকালে পাশের বাড়িতে ছিলাম। চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে এসে দেখি আমার ঘরের সবকিছু ভেঙেচুরে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে আমাকে মারধর করে। ঘরের আসবাবপত্রসহ ঘরে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও মেয়ের একটি স্বর্ণের চেইনও নিয়ে গেছে। চিকিৎসা শেষে থানায় মামলা করব।’

সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, ২৫-৩০ জন মিলে সকালে আলামিনের বাড়িতে হামলা করে দুটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়। তিনটি ভ্যান ও একটি করিমন গাড়িতে করে একটি কক্ষের আসবাবপত্র নিয়ে গেছে তারা। সঙ্গে আলামিনের প্রথম স্ত্রীও ছিলেন। এ সময় আলামিন, তাঁর দ্বিতীয় স্ত্রী রিয়া ও আলামিনের মাকে মারধর করেছে। জানা গেছে, আলামিন ও তাঁর মা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আলামিনের দ্বিতীয় স্ত্রী পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আলামিনের অভিযুক্ত প্রথম স্ত্রী লাখি বেগমের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাবুপাড়া ইউনিয়নে একটি ঝামেলার কথা শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত