নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে উন্নয়ন প্রকল্পের জন্য কাটা হয়েছে বেশ কিছু গাছ। আরও গাছ চিহ্নিত করা হয়েছে কাটার জন্য। এতে যেমন পরিবেশের ওপর প্রভাব পড়বে, তেমনি আবাস হারাবে পাখপাখালি। তাই প্রতিবাদমুখর হয়ে ওঠেন স্থানীয় পরিবেশকর্মীরা। এ পর্যন্ত তাঁরা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। বিভিন্ন দপ্তরে দিয়েছেন স্মারকলিপি। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে না নেওয়ায় গতকাল শনিবার সাইকেল শোভাযাত্রা করেছেন তাঁরা।
‘গাছ কাটা হলে শোকসভা হবে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে গতকাল সকালে সাইকেল শোভাযাত্রা করে ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ নামক সংগঠন। র্যালিটি শহরের ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।
কর্মসূচির বিষয়ে কবি আরিফ বুলবুল বলেন, ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ কাটা নিয়ে আমরা মর্মাহত। এই গাছগুলো দীর্ঘদিন ধরে মানুষ ও পাখিদের জন্য বড় আশ্রয়স্থল হিসেবে ছিল। ইতিমধ্যে প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত কাক আশঙ্কাজনকভাবে কমে গেছে।
এখন গাছের অভাবে বাকি কাকগুলোও হারিয়ে যাবে। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা দাবি রাখছি, অবিলম্বে গাছ কাটার এই উদ্যোগ থেকে কর্তৃপক্ষ যেন সরে আসে।’
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব শুভ দেব, গণসংহতির মহানগর নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, উঠান থিয়েটারের সংগঠক শোয়েব মনির, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী, সংস্কৃতিকর্মী রঞ্জিত কর্মকার, ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।
নারায়ণগঞ্জে উন্নয়ন প্রকল্পের জন্য কাটা হয়েছে বেশ কিছু গাছ। আরও গাছ চিহ্নিত করা হয়েছে কাটার জন্য। এতে যেমন পরিবেশের ওপর প্রভাব পড়বে, তেমনি আবাস হারাবে পাখপাখালি। তাই প্রতিবাদমুখর হয়ে ওঠেন স্থানীয় পরিবেশকর্মীরা। এ পর্যন্ত তাঁরা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। বিভিন্ন দপ্তরে দিয়েছেন স্মারকলিপি। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে না নেওয়ায় গতকাল শনিবার সাইকেল শোভাযাত্রা করেছেন তাঁরা।
‘গাছ কাটা হলে শোকসভা হবে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে গতকাল সকালে সাইকেল শোভাযাত্রা করে ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ নামক সংগঠন। র্যালিটি শহরের ৩ নম্বর মাছঘাট এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।
কর্মসূচির বিষয়ে কবি আরিফ বুলবুল বলেন, ‘শীতলক্ষ্যাপাড়ের গাছ কাটা নিয়ে আমরা মর্মাহত। এই গাছগুলো দীর্ঘদিন ধরে মানুষ ও পাখিদের জন্য বড় আশ্রয়স্থল হিসেবে ছিল। ইতিমধ্যে প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত কাক আশঙ্কাজনকভাবে কমে গেছে।
এখন গাছের অভাবে বাকি কাকগুলোও হারিয়ে যাবে। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা দাবি রাখছি, অবিলম্বে গাছ কাটার এই উদ্যোগ থেকে কর্তৃপক্ষ যেন সরে আসে।’
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব শুভ দেব, গণসংহতির মহানগর নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, উঠান থিয়েটারের সংগঠক শোয়েব মনির, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী, সংস্কৃতিকর্মী রঞ্জিত কর্মকার, ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
৩৩ মিনিট আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে