শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাওডোবা পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোল চত্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হতাহতের প্রতিবাদে সারা দেশের মতো শরীয়তপুর-মাদারীপুরের শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থী আহত হন।
একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুরো এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
আল ইসলাম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা নাওডোবা জমাদ্দার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করি। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন আহত হয়েছি। আমরা এর প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর বলেন, ‘ছাত্রদলের ইন্ধনে কিছু শিক্ষার্থী মহাসড়ক ও পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, নাওডোবা গোল চত্বর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাওডোবা পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোল চত্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হতাহতের প্রতিবাদে সারা দেশের মতো শরীয়তপুর-মাদারীপুরের শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড় গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থী আহত হন।
একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুরো এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
আল ইসলাম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা নাওডোবা জমাদ্দার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করি। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন আহত হয়েছি। আমরা এর প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর বলেন, ‘ছাত্রদলের ইন্ধনে কিছু শিক্ষার্থী মহাসড়ক ও পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, নাওডোবা গোল চত্বর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর ব্যানারে এ কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেওয়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। দ্রুত দাবি না...
২ মিনিট আগেছয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় তাঁরা অবস্থান নেন। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
৬ মিনিট আগেটাঙ্গাইলের একটি কেন্দ্রে ভিন্ন সেটের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষার্থী নেওয়া হয়েছে। এতে পরীক্ষায় পাস করা নিয়ে ২৮১ পরীক্ষার্থী দুশ্চিন্তায় পড়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্রটির ট্যাগ অফিসার ও সহকারী কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার শহীদ জাহাঙ্গীর
১০ মিনিট আগেচাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিজয় (১৯), জিসান (১৮) ও অভি (১৮) নামে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে শহরের মুসলিম পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
১২ মিনিট আগে