নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার ধামরাই সাবরেজিস্ট্রারের কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁরা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন।
অভিযান শেষে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, আইন অনুযায়ী খাজনার রসিদ ছাড়া সাবকবলা দলিল করার কোনো সুযোগ নেই। এতে জাল দলিল ও একজনের জমি আরেকজনের নামে সাবকবলা হওয়ার সুযোগ থাকে এবং জমির শ্রেণি পরিবর্তন করা যেতে পারে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির সম্ভাবনা থাকে। ধামরাই উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
মঞ্জুর সোহাগ আরও বলেন, ‘অভিযান পরিচালনাকালে গতকাল সোমবার সম্পাদিত ৫৯টি সাবকবলা দলিল যাচাই করা হয়। এর মধ্যে ১২টি দলিল পাওয়া গেছে, যা খাজনার রশিদ ছাড়াই রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।’ এ ছাড়া জমির মূল্য কম দেখানোসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।
ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘আমরা সব তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে। কমিশন যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এসব অভিযোগের বিষয়ে সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এখানে আর্থিক অনিয়ম হয় না। তবে কিছু দলিলে খাজনার রশিদ ছিল না। এটা অনিয়ম এর মধ্যে পড়ে। এ ধরনের সিস্টেম এখানে চলে।’
ঢাকার ধামরাই সাবরেজিস্ট্রারের কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁরা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন।
অভিযান শেষে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, আইন অনুযায়ী খাজনার রসিদ ছাড়া সাবকবলা দলিল করার কোনো সুযোগ নেই। এতে জাল দলিল ও একজনের জমি আরেকজনের নামে সাবকবলা হওয়ার সুযোগ থাকে এবং জমির শ্রেণি পরিবর্তন করা যেতে পারে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির সম্ভাবনা থাকে। ধামরাই উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
মঞ্জুর সোহাগ আরও বলেন, ‘অভিযান পরিচালনাকালে গতকাল সোমবার সম্পাদিত ৫৯টি সাবকবলা দলিল যাচাই করা হয়। এর মধ্যে ১২টি দলিল পাওয়া গেছে, যা খাজনার রশিদ ছাড়াই রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।’ এ ছাড়া জমির মূল্য কম দেখানোসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।
ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘আমরা সব তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে। কমিশন যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এসব অভিযোগের বিষয়ে সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এখানে আর্থিক অনিয়ম হয় না। তবে কিছু দলিলে খাজনার রশিদ ছিল না। এটা অনিয়ম এর মধ্যে পড়ে। এ ধরনের সিস্টেম এখানে চলে।’
খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬য় দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ার ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
১ সেকেন্ড আগেরাজশাহীর দুর্গাপুরে র্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
২৩ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ মিনিট আগেটাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
১ ঘণ্টা আগে