Ajker Patrika

চায়না–সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়ামে প্রধান বক্তা ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক মনজুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চায়না–সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়ামে প্রধান বক্তা ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক মনজুর

চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় ‘২০২৩ চায়না–সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়াম টুয়ার্ডস ইকোলজিক্যাল সিভিলাইজেশন: এডুকেশন ফর সাস্টেইনেবল রুরাল ডেভেলপমেন্ট’ প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মনজুর আহমেদ। 

আজ রোববার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস শিক্ষাবিদ ড. মনজুর আহমেদকে চায়না-সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়ামের প্রধান বক্তা হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ৯–১১ ডিসেম্বর চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। এই সিম্পোজিয়োমে সমন্বিত এবং গ্রামীণ উন্নয়নের জন্য শিক্ষাকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড. মনজুর আহমেদ ২০১০ সাল থেকে ইউনেসকো অধিভুক্ত ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার ফর রুরাল এডুকেশনের (ইনরুলড) বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রোগ্রাম চলাকালে তিনি ইউনেসকো ইনরুলডের গভর্নিং বোর্ডের অধিবেশনেও অংশ নেবেন। তিনি ইনরুলডের ‘এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর রুরাল ট্রান্সফরমেশন: স্কিলস, জবস, ফুড অ্যান্ড গ্রিন ফিউচার টু কমব্যাট পোভার্টি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত