গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা কম দেওয়ায় বানু বিবি (৭৫) নামে এক নারীর ডান হাতের রগ কেটে দিয়েছেন ছেলে।
গতকাল শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত বৃদ্ধাকে স্বজনেরা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তোফাজ্জল হোসেন (৩৫) বানু বিবির দ্বিতীয় সন্তান।
তোফাজ্জল হোসেনের বড় ভাই আফজাল হোসেন বলেন, গতকাল সকালে মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় তোফাজ্জল এসে মায়ের কাছে মাদক কেনার জন্য ২০০ টাকা দাবি করেন। মা তাঁকে ২০ টাকা দিয়ে বলেন আর নেই। এরপর মায়ের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে মায়ের ডান হাতে আঘাত করে হাতের বেশির ভাগ অংশ কেটে ফেলেন। এ ছাড়া মাথায় কয়েকটি আঘাত করেন। তখন মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।
প্রতিবেশীরা এগিয়ে এলে তোফাজ্জল বাড়ি থেকে পালিয়ে যান। এরপর মাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন মায়ের হাতের অনেকগুলো রগ কেটে গেছে। আজ শনিবার রাতে মায়ের অপারেশন হবে।
তিনি আরও বলেন, তোফাজ্জল খুবই মাদকাসক্ত। স্ত্রী-সন্তানকে মারধর করেন। তাঁর অত্যাচার থেকে মুক্তি পেতে স্ত্রী তাঁকে ফেলে কারখানায় চাকরি করছেন।
তোফাজ্জল হোসেনের স্ত্রী জোনাকি আক্তার বলেন, ‘স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তার সংসার ছেড়ে চলে এসেছি। আমার দুটি সন্তান, সংসার-আত্মীয়স্বজন কিছুই সে মানে না। তাকে প্রতিদিন ২০০ টাকা দিতে হবে। না দিলেও অশান্তি। বিচার-সালিস করেও কোনো লাভ হয়নি।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা মাদকাসক্ত যুবককে আটক করতে অভিযান পরিচালনা করি। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। গুরুতর আহত বৃদ্ধা নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ তার অপারেশন হওয়ার কথা। মাদকাসক্ত তোফাজ্জল হোসেনকে আটক করা হবে।’
গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা কম দেওয়ায় বানু বিবি (৭৫) নামে এক নারীর ডান হাতের রগ কেটে দিয়েছেন ছেলে।
গতকাল শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত বৃদ্ধাকে স্বজনেরা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তোফাজ্জল হোসেন (৩৫) বানু বিবির দ্বিতীয় সন্তান।
তোফাজ্জল হোসেনের বড় ভাই আফজাল হোসেন বলেন, গতকাল সকালে মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় তোফাজ্জল এসে মায়ের কাছে মাদক কেনার জন্য ২০০ টাকা দাবি করেন। মা তাঁকে ২০ টাকা দিয়ে বলেন আর নেই। এরপর মায়ের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে মায়ের ডান হাতে আঘাত করে হাতের বেশির ভাগ অংশ কেটে ফেলেন। এ ছাড়া মাথায় কয়েকটি আঘাত করেন। তখন মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।
প্রতিবেশীরা এগিয়ে এলে তোফাজ্জল বাড়ি থেকে পালিয়ে যান। এরপর মাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন মায়ের হাতের অনেকগুলো রগ কেটে গেছে। আজ শনিবার রাতে মায়ের অপারেশন হবে।
তিনি আরও বলেন, তোফাজ্জল খুবই মাদকাসক্ত। স্ত্রী-সন্তানকে মারধর করেন। তাঁর অত্যাচার থেকে মুক্তি পেতে স্ত্রী তাঁকে ফেলে কারখানায় চাকরি করছেন।
তোফাজ্জল হোসেনের স্ত্রী জোনাকি আক্তার বলেন, ‘স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তার সংসার ছেড়ে চলে এসেছি। আমার দুটি সন্তান, সংসার-আত্মীয়স্বজন কিছুই সে মানে না। তাকে প্রতিদিন ২০০ টাকা দিতে হবে। না দিলেও অশান্তি। বিচার-সালিস করেও কোনো লাভ হয়নি।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা মাদকাসক্ত যুবককে আটক করতে অভিযান পরিচালনা করি। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। গুরুতর আহত বৃদ্ধা নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ তার অপারেশন হওয়ার কথা। মাদকাসক্ত তোফাজ্জল হোসেনকে আটক করা হবে।’
সাজ্জাদের বাসা মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায়। সেখানে তাঁর ইন্টারনেট ব্যবসা রয়েছে। রাতে তাঁরা তিন বন্ধু মিলে চা পান করতে রাইনখোলা পানির ট্যাংকির পাশে যুবদল অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মারামারি হচ্ছিল। এ সময় ৩-৪ জন যুবক এলোপাতাড়ি গুলি করছিল। তখন সাজ্জাদের পিঠে একটি গুলিবিদ্ধ হয়...
২ মিনিট আগেমানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পয়লা বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ বানিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার।
৫ মিনিট আগেসুনামগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) ও আমির উদ্দিন (৩০) নামের দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ও ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার জেলা যুবদলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১২ মিনিট আগে