রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে একটি ফেরি ও ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
ভোরে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় চালক ও যাত্রীদের।
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক লোকমান মিয়া বলেন, রাত সাড়ে ১২টায় ফেরিঘাট এলাকায় এলে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই বসে আছি গাড়ির মধ্যে। মাঝেমধ্যে নেমে একটু হাঁটাহাঁটি করে আবার গাড়িতে বসে থাকি। এভাবেই রাত পার করেছি।
আরেক চালক ইমন হোসেন বলেন, ‘বেনাপোল থেকে রাত ২টার সময় ঘাটে এসেছি। তখন থেকেই দেড় কিলোমিটার দূরে সিরিয়ালে বসে আছি। কখন ফেরি চলাচল শুরু হবে আর কখন নদী পার হব জানি না।’
সুবর্ণ পরিবহনের যাত্রী করিম মোল্লা বলেন, ‘শীতে বসে থাকতে কষ্ট তো হয়ই। এখন কুয়াশায় মাঝেমধ্যেই ফেরি চলাচল বন্ধ থাকবে। এতে করে আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। যেহেতু কুয়াশার মধ্যে ফেরি চলাচলের ব্যবস্থা নেই, সে ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প কিছু চিন্তা করা উচিত। আর তা না হলে এই রুটে আরেকটি পদ্মা সেতু করা দরকার।’
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ১২টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। সে সময় মাঝ নদীতে আটকে থাকা বনলতা ফেরিটি পাড়ে ফিরে আসে। এই রুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি রয়েছে।
ঘন কুয়াশায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে একটি ফেরি ও ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
ভোরে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় চালক ও যাত্রীদের।
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক লোকমান মিয়া বলেন, রাত সাড়ে ১২টায় ফেরিঘাট এলাকায় এলে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই বসে আছি গাড়ির মধ্যে। মাঝেমধ্যে নেমে একটু হাঁটাহাঁটি করে আবার গাড়িতে বসে থাকি। এভাবেই রাত পার করেছি।
আরেক চালক ইমন হোসেন বলেন, ‘বেনাপোল থেকে রাত ২টার সময় ঘাটে এসেছি। তখন থেকেই দেড় কিলোমিটার দূরে সিরিয়ালে বসে আছি। কখন ফেরি চলাচল শুরু হবে আর কখন নদী পার হব জানি না।’
সুবর্ণ পরিবহনের যাত্রী করিম মোল্লা বলেন, ‘শীতে বসে থাকতে কষ্ট তো হয়ই। এখন কুয়াশায় মাঝেমধ্যেই ফেরি চলাচল বন্ধ থাকবে। এতে করে আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। যেহেতু কুয়াশার মধ্যে ফেরি চলাচলের ব্যবস্থা নেই, সে ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প কিছু চিন্তা করা উচিত। আর তা না হলে এই রুটে আরেকটি পদ্মা সেতু করা দরকার।’
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ১২টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। সে সময় মাঝ নদীতে আটকে থাকা বনলতা ফেরিটি পাড়ে ফিরে আসে। এই রুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি রয়েছে।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধ
১ ঘণ্টা আগেপাবনার ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজন মারা গেছেন। অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতাহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধাও মারা যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকশী বিভাগীয় রেল শহরের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকশীর হঠাৎপাড়া এলাকার মৃত ফজল মাতুব্বরের ছেলে...
১ ঘণ্টা আগেচাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারিবাগ এলাকায়।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
১ ঘণ্টা আগে