কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১৫: ১১
Thumbnail image

কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা রঞ্জু শেখ বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এখানে কোনো লাশ ছিল না। তবে আজ সকালে এক বয়স্ক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কুমারখালী থানার উপপরিদর্শক মো. নুরন্নবী বলেন, খবর পেয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বয়স আনুমানিক ৫০ বছর। ট্রেনের ধাক্কায় বা ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটতে পারে। নিহত ব্যক্তির এক পা ভেঙে ক্ষত সৃষ্টি হয়েছে। পরিচয় জানার জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত