সাতক্ষীরা প্রতিনিধি
সন্তান জন্মের পর অসুস্থ হয়ে সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা (২১) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে বাবার বাড়িতে একটি ছেলেসন্তানের জন্ম দেন রাজিয়া। রাজিয়া সুলতানা ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ছিলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজিয়া সুলতানা কালিগঞ্জ উপজেলার লক্ষীনাথপুর গ্রামের নূরালি সরদারের ছোট মেয়ে। রাজিয়ার ভাই নজরুল সরদার বলেন, তার বোন রাজিয়া সুলতানা পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। সে অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য হিসেবে খেলাধুলা করেছে। এর আগে সে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব -১৫, অনূর্ধ্ব -১৬, অনূর্ধ্ব -১৭ ও অনূর্ধ্ব ১৮ দলে সুনামের সঙ্গে খেলা করেছে।
দেশে ও দেশের বাইরে ভারত, চীন, ভুটান, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, পাকিস্তান, তাজাকিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশে ফুটবল খেলে খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে সে অনেক পুরস্কার পেয়েছে।
নজরুল ইসলাম আরও জানান, উপাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফজিতালুন্নেছা ফুটবল টিমে খেলার সুবাদে রাজিয়ার সুখ্যাতি বাড়ে। পরবর্তীতে সে কুশুলিয়া কলেজিয়েট স্কুলে পড়ার সময় জাতীয় দলে প্র্যাকটিস করার সুযোগ পায়। ধীরে ধীরে জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড় হয়ে উঠে সে।
নজরুল ইসলাম বলেন, ২০২০ সালে চট্টগ্রামের কাপ্তাই এলাকার পোশাক কারখানার কর্মকর্তা ইয়াম রহমানের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়। বুধবার রাত ১০টার দিকে বাবার বাড়ি কালিগঞ্জের লক্ষীনাথপুরে স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। তবে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরবর্তীতে তার শরীর অসুস্থ হয়ে পড়লে বৃহষ্পতিবার ভোর ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাজিয়াকে মৃত পেয়েছি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন বলেন, ‘বৃহস্পতিবার আসরের পরে বাড়ির পাশে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।’
সন্তান জন্মের পর অসুস্থ হয়ে সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা (২১) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে বাবার বাড়িতে একটি ছেলেসন্তানের জন্ম দেন রাজিয়া। রাজিয়া সুলতানা ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ছিলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজিয়া সুলতানা কালিগঞ্জ উপজেলার লক্ষীনাথপুর গ্রামের নূরালি সরদারের ছোট মেয়ে। রাজিয়ার ভাই নজরুল সরদার বলেন, তার বোন রাজিয়া সুলতানা পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। সে অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য হিসেবে খেলাধুলা করেছে। এর আগে সে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব -১৫, অনূর্ধ্ব -১৬, অনূর্ধ্ব -১৭ ও অনূর্ধ্ব ১৮ দলে সুনামের সঙ্গে খেলা করেছে।
দেশে ও দেশের বাইরে ভারত, চীন, ভুটান, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, পাকিস্তান, তাজাকিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশে ফুটবল খেলে খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে সে অনেক পুরস্কার পেয়েছে।
নজরুল ইসলাম আরও জানান, উপাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফজিতালুন্নেছা ফুটবল টিমে খেলার সুবাদে রাজিয়ার সুখ্যাতি বাড়ে। পরবর্তীতে সে কুশুলিয়া কলেজিয়েট স্কুলে পড়ার সময় জাতীয় দলে প্র্যাকটিস করার সুযোগ পায়। ধীরে ধীরে জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড় হয়ে উঠে সে।
নজরুল ইসলাম বলেন, ২০২০ সালে চট্টগ্রামের কাপ্তাই এলাকার পোশাক কারখানার কর্মকর্তা ইয়াম রহমানের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়। বুধবার রাত ১০টার দিকে বাবার বাড়ি কালিগঞ্জের লক্ষীনাথপুরে স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। তবে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরবর্তীতে তার শরীর অসুস্থ হয়ে পড়লে বৃহষ্পতিবার ভোর ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাজিয়াকে মৃত পেয়েছি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন বলেন, ‘বৃহস্পতিবার আসরের পরে বাড়ির পাশে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদ ও কুয়েট ভিসি পদত্যাগের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৪২ মিনিট আগেখুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬য় দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ার ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
১ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুরে র্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে