বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট খানজাহান আলী (রহ.)–এর মাজারসংলগ্ন দিঘির কুমিরের কামড়ে এক দর্শনার্থী আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে মাজারসংলগ্ন দিঘির ঘাটে কুমিরের আক্রমণের শিকার হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত বৃদ্ধ সেখাম আলী (৮৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার বাসিন্দা। তিনি তাঁর বাড়ির সঠিক ঠিকানা জানাতে পারেননি। তাঁর মেয়ের জামাই জামাল চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যবসা করেন, এতটুকুই বলছেন।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ‘বিকেলে দিঘির ঘাটে অজু করতে নামেন সেখাম আলী। হঠাৎ মাজার ঘাটে কুমির দেখে প্রাণ বাঁচাতে পানির মধ্যে লাফিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই সেখাম আলীকে আক্রমণ করে কুমিরটি। তখন ঘাটে থাকা অন্যরা সেখাম আলীকে টেনে ওপরে তোলেন। পরে স্থানীয় ফকিররা আহত অবস্থায় সেখাম আলীকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। কুমিরের কামরে সেখাম আলীর দুই পা এবং ঊরুতে ক্ষত হয়েছে। পরে আমরা তাঁকে এনে হাসপাতালে ভর্তি করেছি।’
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. ফারুকুজ্জামান বলেন, ‘কুমিরের আক্রমণে আহত সেখাম আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। তাঁর ক্ষতস্থানে ড্রেসিংসহ পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আহত সেখাম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার বাসিন্দা। তিনি তাঁর গ্রাম ও নাম বলতে পারেন না। এর আগেও বিভিন্ন সময় মাজারের কুমিরের আক্রমণে দর্শনার্থী ও স্থানীয়রা আহত হয়েছেন।’
এর আগেও বিভিন্ন সময় মাজারের কুমিরের আক্রমণে দর্শনার্থী ও স্থানীয়রা আহত হয়েছেন। দিঘিতে গোসল ও অজু করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাজারের প্রধান খাদেম ফকির শের আলী।
তিনি বলেন, মাজারের দিঘিতে দীর্ঘদিন ধরে কুমির রয়েছে। তবে সাধারণত কুমির মানুষকে আক্রমণ করে না। তবে মাঝেমধ্যে আক্রমণ করে। এ জন্য অজু ও গোসল করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এ ছাড়া যারা শুধু অজু করবেন, তাঁদের মাজারসংলগ্ন মসজিদের অজু খানায় অজু করার অনুরোধ করেন তিনি।
বাগেরহাট খানজাহান আলী (রহ.)–এর মাজারসংলগ্ন দিঘির কুমিরের কামড়ে এক দর্শনার্থী আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে মাজারসংলগ্ন দিঘির ঘাটে কুমিরের আক্রমণের শিকার হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত বৃদ্ধ সেখাম আলী (৮৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার বাসিন্দা। তিনি তাঁর বাড়ির সঠিক ঠিকানা জানাতে পারেননি। তাঁর মেয়ের জামাই জামাল চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যবসা করেন, এতটুকুই বলছেন।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ‘বিকেলে দিঘির ঘাটে অজু করতে নামেন সেখাম আলী। হঠাৎ মাজার ঘাটে কুমির দেখে প্রাণ বাঁচাতে পানির মধ্যে লাফিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই সেখাম আলীকে আক্রমণ করে কুমিরটি। তখন ঘাটে থাকা অন্যরা সেখাম আলীকে টেনে ওপরে তোলেন। পরে স্থানীয় ফকিররা আহত অবস্থায় সেখাম আলীকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। কুমিরের কামরে সেখাম আলীর দুই পা এবং ঊরুতে ক্ষত হয়েছে। পরে আমরা তাঁকে এনে হাসপাতালে ভর্তি করেছি।’
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. ফারুকুজ্জামান বলেন, ‘কুমিরের আক্রমণে আহত সেখাম আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। তাঁর ক্ষতস্থানে ড্রেসিংসহ পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আহত সেখাম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার বাসিন্দা। তিনি তাঁর গ্রাম ও নাম বলতে পারেন না। এর আগেও বিভিন্ন সময় মাজারের কুমিরের আক্রমণে দর্শনার্থী ও স্থানীয়রা আহত হয়েছেন।’
এর আগেও বিভিন্ন সময় মাজারের কুমিরের আক্রমণে দর্শনার্থী ও স্থানীয়রা আহত হয়েছেন। দিঘিতে গোসল ও অজু করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মাজারের প্রধান খাদেম ফকির শের আলী।
তিনি বলেন, মাজারের দিঘিতে দীর্ঘদিন ধরে কুমির রয়েছে। তবে সাধারণত কুমির মানুষকে আক্রমণ করে না। তবে মাঝেমধ্যে আক্রমণ করে। এ জন্য অজু ও গোসল করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এ ছাড়া যারা শুধু অজু করবেন, তাঁদের মাজারসংলগ্ন মসজিদের অজু খানায় অজু করার অনুরোধ করেন তিনি।
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পৈতৃক জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি জানিয়েছেন সাঁওতালেরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
৬ মিনিট আগেনাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর জামিন করিয়েছেন বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী। তিনি জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।
১৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৬ মিনিট আগেপল্টন থানা এলাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে (৬৪) কারাগারে পাঠানো হয়েছে। মামলায় তার রিমান্ড শুনানি হবে ২৪ নভেম্বর। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
২৫ মিনিট আগে