গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে কুয়াশার তীব্রতা থাকায় সড়কে আলো জ্বেলে যানবাহনগুলোকে পথ চলতে হচ্ছে। তাতে একদিকে গাড়ি চলছে ধীরগতিতে, তেমনি দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে।
অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ভোর থেকেই ঘন কুয়াশায় রাস্তা ঢেকে ছিল। তারপরও পেটের তাগিদে বের হতে হয়। ধীরে ধীরে গাড়ি চলে, তবু ভয় লাগে। রাস্তায় যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলে। তবু কুয়াশা ভেদ করে দেখা কষ্টকর হয়।
আলগামন চালক মো. রাজ্জাক আলী বলেন, ‘আমরা ভাড়ায় ইটের ভাটায় খাটি। আমাদের খুব ভোরে চলে যেতে হয়। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হয়।’
পাখি ভ্যানচালক মো. শামীম হোসেন বলেন, ‘কুয়াশায় ভ্যান চালাতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। সামনের ছোট লাইটে পথ পরিষ্কার দেখা যায় না। চরম ঝুঁকি নিয়ে রাস্তা চলি। দুর্ঘটনার কথা মনে পড়লে ভয়ে জান আঁতকে ওঠে। বলা যায়, গাড়ির চোখ দিয়ে আমাদের পথ চলতে হয়।’
উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল্লাহ বলেন, ‘আগেও কয়েক দিন হালকা কুয়াশা দেখেছি। তবে আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে। ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভয় হয় রাস্তায় দুর্ঘটনা ঘটার। তাই সবাইকে যানবাহন নিয়ে সাবধানে চলাচল করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, শীত আসছে। তারই অংশ হিসেবে ভোরে কুয়াশার দেখা মিলছে। বিশেষ করে গ্রাম এলাকায় কুয়াশার তীব্রতা বেশি থাকে। তবে এই কুয়াশায় ফসলের কোনো ক্ষতি হবে না।
মেহেরপুরের গাংনীতে কুয়াশার তীব্রতা থাকায় সড়কে আলো জ্বেলে যানবাহনগুলোকে পথ চলতে হচ্ছে। তাতে একদিকে গাড়ি চলছে ধীরগতিতে, তেমনি দুর্ঘটনারও ঝুঁকি রয়েছে।
অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ভোর থেকেই ঘন কুয়াশায় রাস্তা ঢেকে ছিল। তারপরও পেটের তাগিদে বের হতে হয়। ধীরে ধীরে গাড়ি চলে, তবু ভয় লাগে। রাস্তায় যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলে। তবু কুয়াশা ভেদ করে দেখা কষ্টকর হয়।
আলগামন চালক মো. রাজ্জাক আলী বলেন, ‘আমরা ভাড়ায় ইটের ভাটায় খাটি। আমাদের খুব ভোরে চলে যেতে হয়। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হয়।’
পাখি ভ্যানচালক মো. শামীম হোসেন বলেন, ‘কুয়াশায় ভ্যান চালাতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। সামনের ছোট লাইটে পথ পরিষ্কার দেখা যায় না। চরম ঝুঁকি নিয়ে রাস্তা চলি। দুর্ঘটনার কথা মনে পড়লে ভয়ে জান আঁতকে ওঠে। বলা যায়, গাড়ির চোখ দিয়ে আমাদের পথ চলতে হয়।’
উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল্লাহ বলেন, ‘আগেও কয়েক দিন হালকা কুয়াশা দেখেছি। তবে আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে। ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভয় হয় রাস্তায় দুর্ঘটনা ঘটার। তাই সবাইকে যানবাহন নিয়ে সাবধানে চলাচল করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, শীত আসছে। তারই অংশ হিসেবে ভোরে কুয়াশার দেখা মিলছে। বিশেষ করে গ্রাম এলাকায় কুয়াশার তীব্রতা বেশি থাকে। তবে এই কুয়াশায় ফসলের কোনো ক্ষতি হবে না।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদ ও কুয়েট ভিসি পদত্যাগের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১১ মিনিট আগেখুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬য় দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ার ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
২৫ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে র্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে