ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের পর এবার নগরীতে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে সিটি করপোরেশন। বাজার মূল্যের চেয়ে ২০০ টাকা করে কম দরে জন প্রতি ১ কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সপ্তাহে দুদিন এই কার্যক্রম চলবে। কম মূল্যে মাংস কিনতে ভিড় করছেন সাধারণ মানুষেরা।
আজ সোমবার সকালে নগরীর টাউন হলে প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহ সিটি করপোরেশন সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে।
কম মূল্যে মাংস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান পুরুষের পাশাপাশি নারীরাও। ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ী মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। এর আগে গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ভর্তুকি মূল্যে ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস এবং এক ডজন ডিম ১০০ টাকায় বিক্রি শুরু করে জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর।
মাংস ক্রেতা সাইদুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ময়মনসিংহ জেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ অধিদপ্তর যৌথ উদ্যোগে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রি কার্যক্রম শুরু করে। এবার সেই উদ্যোগটি শুরু করল ময়মনসিংহ সিটি করপোরেশন। তাদের কাছ থেকেও কেজি প্রতি ৫৫০ টাকা দরে মাংস কিনেছি। এতে আমরা সাধারণ মানুষ যারা আছি; তারা অনেকটাই উপকৃত হচ্ছি। সপ্তাহে যদি এ কার্যক্রম অন্তত চার দিন চলতো তাহলে মানুষ বেশি করে উপকৃত হতো।’
সাহেরা খাতুন নামে এক ক্রেতা বলেন, এ সময়ে কম মূল্যে মাংস বিক্রি করা প্রশংসনীয় কাজ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য খুব ভালো হয়েছে। এক কেজি মাংস দিয়ে অন্তত দুই থেকে তিন দিন চলবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রিতে ব্যাপক সাড়া থাকায় ঈদের আগ পর্যন্ত ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে সপ্তাহে দুদিন এ কার্যক্রম করা হবে। প্রথম দিনে একটি ষাঁড়ের ২৭২ কেজি মাংস বিক্রি করা হয়। অনেকে মাংস কিনতে লাইনে দাঁড়িয়েও পায়নি। তাদের মঙ্গলবার সকালে আসতে বলা হয়েছে। সপ্তাহে সোম এবং মঙ্গলবার চলবে মাংস বিক্রি।
ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের পর এবার নগরীতে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে সিটি করপোরেশন। বাজার মূল্যের চেয়ে ২০০ টাকা করে কম দরে জন প্রতি ১ কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সপ্তাহে দুদিন এই কার্যক্রম চলবে। কম মূল্যে মাংস কিনতে ভিড় করছেন সাধারণ মানুষেরা।
আজ সোমবার সকালে নগরীর টাউন হলে প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহ সিটি করপোরেশন সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে।
কম মূল্যে মাংস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান পুরুষের পাশাপাশি নারীরাও। ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ী মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। এর আগে গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ভর্তুকি মূল্যে ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস এবং এক ডজন ডিম ১০০ টাকায় বিক্রি শুরু করে জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর।
মাংস ক্রেতা সাইদুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ময়মনসিংহ জেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ অধিদপ্তর যৌথ উদ্যোগে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রি কার্যক্রম শুরু করে। এবার সেই উদ্যোগটি শুরু করল ময়মনসিংহ সিটি করপোরেশন। তাদের কাছ থেকেও কেজি প্রতি ৫৫০ টাকা দরে মাংস কিনেছি। এতে আমরা সাধারণ মানুষ যারা আছি; তারা অনেকটাই উপকৃত হচ্ছি। সপ্তাহে যদি এ কার্যক্রম অন্তত চার দিন চলতো তাহলে মানুষ বেশি করে উপকৃত হতো।’
সাহেরা খাতুন নামে এক ক্রেতা বলেন, এ সময়ে কম মূল্যে মাংস বিক্রি করা প্রশংসনীয় কাজ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য খুব ভালো হয়েছে। এক কেজি মাংস দিয়ে অন্তত দুই থেকে তিন দিন চলবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রিতে ব্যাপক সাড়া থাকায় ঈদের আগ পর্যন্ত ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে সপ্তাহে দুদিন এ কার্যক্রম করা হবে। প্রথম দিনে একটি ষাঁড়ের ২৭২ কেজি মাংস বিক্রি করা হয়। অনেকে মাংস কিনতে লাইনে দাঁড়িয়েও পায়নি। তাদের মঙ্গলবার সকালে আসতে বলা হয়েছে। সপ্তাহে সোম এবং মঙ্গলবার চলবে মাংস বিক্রি।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
১২ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
২৫ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে