নেত্রকোনা প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর ধরে ফ্যাসিস্টবিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান।’
আজ শুক্রবার দুপুরে নেত্রকোনার বারহাট্টায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
উপজেলা ডাকবাংলোয় এ সময় আব্দুল বারী ড্যানী পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চায়।
আব্দুল বারী ড্যানী বলেন, ‘বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে যদি সময়ক্ষেপণ হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে ভোটের রাজনীতি কায়েম করা হবে। এখনো আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, তবে জনগণকে সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর ধরে ফ্যাসিস্টবিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান।’
আজ শুক্রবার দুপুরে নেত্রকোনার বারহাট্টায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
উপজেলা ডাকবাংলোয় এ সময় আব্দুল বারী ড্যানী পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চায়।
আব্দুল বারী ড্যানী বলেন, ‘বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে যদি সময়ক্ষেপণ হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে ভোটের রাজনীতি কায়েম করা হবে। এখনো আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, তবে জনগণকে সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে স্লোগান দেন তাঁরা। এরপর সাড়ে ১২টায় এ ব্যানার টানান
৯ মিনিট আগেছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য়-এর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
১৫ মিনিট আগেনেত্রকোনায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ তুলে তা বন্ধের দাবি আয়োজিত মানববন্ধনে হামলা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে পরিবহনশ্রমিকদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
১৮ মিনিট আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হয়েছেন সাগর আহমেদ ও সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ নির্বাচন হয়।
৩৭ মিনিট আগে