‘জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান’

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২৩: ৫৫
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৯
Thumbnail image
নেত্রকোনার বারহাট্টায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ। ছবি: আজকের পত্রিকা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর ধরে ফ্যাসিস্টবিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান।’

আজ শুক্রবার দুপুরে নেত্রকোনার বারহাট্টায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা ডাকবাংলোয় এ সময় আব্দুল বারী ড্যানী পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চায়।

আব্দুল বারী ড্যানী বলেন, ‘বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে যদি সময়ক্ষেপণ হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে ভোটের রাজনীতি কায়েম করা হবে। এখনো আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, তবে জনগণকে সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত