নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরে নকলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহতরা হলেন—নেত্রকোনার পূর্বধলা ইউনিয়নে লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০) এবং শেরপুরের গাজীরখামার ইউনিয়নের পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও তাঁর বড় বোন সুবিনা বেগম (২০), অটোরিকশাচালক আলাল উদ্দিন। তিনি ও সুবিনা বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
সুবিনার বিয়ে হয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামে। তাঁর স্বামীর নাম রাজু মিয়া (২৫)। সুবিনা বাপের বাড়ি থেকে ছোট ভাই তাজেনকে সঙ্গে নিয়ে অটোরিকশা করে স্বামীর বাড়ি যাচ্ছিলেন।
নিহত আলালের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের সহাপুর উত্তর গ্রামে। তাঁর বাবার নাম আবুল কাসেম।
আহতরা হলেন—ঘটনাস্থলে নিহত তায়েবার মা উম্মে সালমা (৪০), বড় বোন তোবা (১৬) ও ছোট ভাই আদনান সাবিত (৩) এবং অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন শেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির শ্রীবরদী উপজেলার কর্ণজোরা অভিযোগ কেন্দ্রে লাইন টেকনিশিয়ান পদে চাকরি করেন এবং সেখানেই পরিবার নিয়ে বাস করেন। আজ বুধবার সকালে তোফাজ্জলের স্ত্রী উম্মে সালমা তিন সন্তান তোবা, তায়েবা ও আদনান সাবিতকে নিয়ে স্বামীর বাড়ি পূর্বধলার লাউদানা যাওয়ার উদ্দেশ্য শ্রীবরদী থেকে অটোরিকশা করে শেরপুর আসেন।
শেরপুর থেকে আবার অটোরিকশা করে তাঁরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের সঙ্গে বাবার বাড়ি থেকে ফুলপুরের কাজিয়াকান্দা গ্রামে স্বামীর বাড়িতে যাওয়ার জন্য ছোট ভাই তাজেনকে নিয়ে একই অটোরিকশায় উঠেছিলেন সুবিনা বেগম। পথিমধ্যে দুপুরের দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা বাইপাস মোড়ে তাঁদের বহনকারী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
শেরপুরে নকলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহতরা হলেন—নেত্রকোনার পূর্বধলা ইউনিয়নে লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০) এবং শেরপুরের গাজীরখামার ইউনিয়নের পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও তাঁর বড় বোন সুবিনা বেগম (২০), অটোরিকশাচালক আলাল উদ্দিন। তিনি ও সুবিনা বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
সুবিনার বিয়ে হয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামে। তাঁর স্বামীর নাম রাজু মিয়া (২৫)। সুবিনা বাপের বাড়ি থেকে ছোট ভাই তাজেনকে সঙ্গে নিয়ে অটোরিকশা করে স্বামীর বাড়ি যাচ্ছিলেন।
নিহত আলালের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের সহাপুর উত্তর গ্রামে। তাঁর বাবার নাম আবুল কাসেম।
আহতরা হলেন—ঘটনাস্থলে নিহত তায়েবার মা উম্মে সালমা (৪০), বড় বোন তোবা (১৬) ও ছোট ভাই আদনান সাবিত (৩) এবং অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন শেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির শ্রীবরদী উপজেলার কর্ণজোরা অভিযোগ কেন্দ্রে লাইন টেকনিশিয়ান পদে চাকরি করেন এবং সেখানেই পরিবার নিয়ে বাস করেন। আজ বুধবার সকালে তোফাজ্জলের স্ত্রী উম্মে সালমা তিন সন্তান তোবা, তায়েবা ও আদনান সাবিতকে নিয়ে স্বামীর বাড়ি পূর্বধলার লাউদানা যাওয়ার উদ্দেশ্য শ্রীবরদী থেকে অটোরিকশা করে শেরপুর আসেন।
শেরপুর থেকে আবার অটোরিকশা করে তাঁরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের সঙ্গে বাবার বাড়ি থেকে ফুলপুরের কাজিয়াকান্দা গ্রামে স্বামীর বাড়িতে যাওয়ার জন্য ছোট ভাই তাজেনকে নিয়ে একই অটোরিকশায় উঠেছিলেন সুবিনা বেগম। পথিমধ্যে দুপুরের দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা বাইপাস মোড়ে তাঁদের বহনকারী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে