নিজেকে উজাড় করে নগরবাসীর সঙ্গে থাকব: নবনির্বাচিত মেয়র টিটু

বান্দরবান, নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৪: ২৪
Thumbnail image

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ইকরামুল হক টিটু। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। নিজেকে উজাড় করে নগরবাসীর সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত এই মেয়র। 

ইকরামুল হক টিটু বলেন, ‘আমি নগরবাসীর প্রতি কৃতজ্ঞ। তাঁদেরই সঙ্গে দীর্ঘকালের পথচলা। তাঁদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আগামী দিনে নিজেকে উজাড় করে নগরবাসীর সঙ্গে থাকব। তাঁদের ভালোবাসার প্রতিফলন কাল ঘটেছে। আমি তাঁদের কাছে চিরঋণী। যে অবস্থায় থাকি না কেন, আমি তাঁদের জন্য কাজ করে যাব।’ 

জলাবদ্ধতা, যানজটসহ নগরীর নানাবিধ সমস্যাগুলো নিয়ে জানতে চাইলে ইকরামুল হক টিটু বলেন, ‘আমি আজ থেকে ৪ বছর ৯ মাস আগে সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিই। তখন থেকেই বড় পরিসরে কাজের সুযোগ হয়। তবে কোভিড ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে চার বছরেরও বেশি সময় কাজগুলো করতে পারিনি। এর পরেও আমাদের উন্নয়ন সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি নগরবাসীকে বলেছি, এই কাজগুলো শেষ করতে পারলে মডেল সিটি উপহার দেওয়া যাবে। আমি আবার সুযোগ পেয়েছি, কাজগুলো বাস্তবায়ন করব।’ 

রাজনৈতিক কোন্দল নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে আমরা যার যার অবস্থান থেকে প্রার্থী হয়েছি। কে বিজয়ী হব; এটা কিন্তু নিশ্চিত ছিল না। জয়-পরাজয় ভেবেই আমরা অংশগ্রহণ করেছি। গতকালের ফলাফলটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমার অবস্থান থেকে এটিকে মেনে নিতেই হবে। আমি সবাইকে আহ্বান করব যে, বিগত দিনে যেভাবে কাজ করেছি আবার পাশে থেকে কাজ করার। সাংগঠনিক অবস্থাকে সুসংগঠিত করে কাজ করব।’ 

নগরপিতা হিসেবে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন জানিয়ে টিটু বলেন, ‘যানজটকে সহনীয় মাত্রায় আনতে হবে, জলাবদ্ধতা দূর করতে হবে এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত