নেত্রকোনায় ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ৪ 

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ২১: ৪৭

নেত্রকোনার পূর্বধলায় স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের চার নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন–উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব (২৮), যুগ্ম সম্পাদক রনি বেপারী (২৫), দপ্তর সম্পাদক সালমান হাসান (২৫) ও ছাত্রলীগ নেতা রহুল আমীন (২৬)। 
 
স্থানীয় বাসিন্দা জানান, আজ (মঙ্গলবার) উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবের নেতৃত্বে নেতা কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে ছবি তুলছিল। এ সময় পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম ও ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদের নেতৃত্বে ২০ / ২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। 

এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবসহ চার ছাত্রলীগ নেতা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি বেপারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ফুল দিয়ে ফেরার পথে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই সাব্বির আহমেদের নেতৃত্বে ২০ / ২৫ জনের একটি দল আমাদের ওপর হামলা করে পালিয়ে যায়। কেন, কি কারণে হামলা করেছে তা আমাদের জানা নেই।’ এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের অনুষ্ঠান নিয়ে আমরা ব্যস্ত। হামলার ঘটনায় আমরা জড়িত না।’ 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় সোলায়মান হোসেন হাসিবসহ কয়েকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত