ময়মনসিংহ সিটি করপোরেশনে তালা, এমপি ও মেয়রকে গ্রেপ্তারের আলটিমেটাম 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২০: ৪৭
Thumbnail image

ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মকর্তাদের বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে যুবদল-ছাত্রদল নেতারা সিটি করপোরেশনে প্রবেশ করে কর্মকর্তাদের বের করে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। 

এর আগে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি দল সিটি করপোরেশন যায়। ময়মনসিংহ সিটি করপোরেশন এবং সকালে সদর উপজেলা পরিষদে অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা নিহত শিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগর (২৪) হত্যায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোহিত উর রহমান শান্ত এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে অভিযুক্ত করে স্লোগান দেন। 

৫ আগস্টের পর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু আত্মগোপনে থাকলেও আজ ১৮ আগস্ট সকালে তিনি করপোরেশনে এসেছেন; এমন খবরে বৈষম্যবিরোধী আন্দোলনকারী একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মসিকে যান। এ সময় তাঁরা মেয়রকে তাঁর কক্ষে না পেয়ে কাউন্সিলরদের কক্ষে প্রবেশ করেন এবং মেয়রকে অফিস না করতে উপস্থিত কাউন্সিলরদের বার্তা দেন। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর অবস্থানের যাওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত কাউন্সিলররা বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলার অনুরোধ জানান। 

পরে তাঁরা জেলা প্রশাসক কার্যালয় থেকে পুলিশ সুপারের কাছে গিয়ে ময়মনসিংহে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা সম্পর্কে জানতে চান এবং সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান, নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ আওয়ামী লীগ নেতাদের দায়ী করে গ্রেপ্তার দাবি করেন। 

এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয় ছেড়ে যাওয়ার আগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। 

এদিকে আজ বেলা সাড়ে ৩টার দিকে অন্তত দেড় শ ছাত্রদল ও যুবদল নেতা-কর্মী ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রবেশ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নেতা-কর্মীরা সিটি করপোরেশনের দ্বিতীয় তলা থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে নিচে বের করে দেন। 

সিটি করপোরেশনের অন্য কক্ষগুলোতে ঢুকে কর্মকর্তাদের বের হয়ে যেতে বলা হয়। কক্ষের দরজাগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে নেওয়া হয় চাবি। করপোরেশনের প্রধান গেটসহ বিভিন্ন গেটে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের চিনতে পারিনি।’ 

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার বলেন, ‘আমাদের দলীয় কোনো লোক সেখানে যায়নি। ছাত্র-জনতা তালা লাগিয়েছে।’ 

গত ১৯ জুলাই (শুক্রবার) কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন রেদুয়ান হোসেন সাগর। তিনি ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গীমোড় এলাকায় মো. আসাদুজ্জামানের ছেলে। সাগর জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত