মারুফ কিবরিয়া ও দেলোয়ার হোসাইন আকাইদ
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি পুরুষ ভোটারের চেয়ে বেশি। আজ শনিবার ময়মনসিংহ নগরীর কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে সকাল ৮ থেকে শুরু হওয়া নির্বাচনে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ২২ শতাংশের মতো।
ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত ২২ শতাংশ ভোট পড়েছে।
নগরীর নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের তিনটি বুথ ঘুরে দেখা যায়, নারী কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭২৪ জন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫০টি, যা মোট ভোটের ২৪ শতাংশ। একই কেন্দ্রে পাশেই পুরুষ বুথে ভোটারের সংখ্যা ২ হাজার ৪৩৭। ভোট পড়েছে ৬৭৪টি, যা মোট ভোটারের ২৭ শতাংশ। আরেকটি বুথে নারী ও পুরুষ মিলিয়ে ১ হাজার ৭৩৩ জন ভোটার। সেখানে ভোট পড়েছে ৫০০, যা মোট ভোটারের ২৯ শতাংশ।
ময়মনসিংহ পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে মোট ভোটার ৭ হাজার ৭৮১ জন। এর মধ্যে নারী ৩ হাজার ৯৯১ জন এবং পুরুষ ভোটার ৩ হাজার ৭৯০ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২ হাজার ২৫৯টি, যা মোট ভোটের ২৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রশান্ত দাস।
নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, ‘কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সকাল থেকেই অনেক বেশি। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে নারীদের বেগ পেতে হচ্ছে। বয়স্ক নারীদের আঙুলের ছাপ পেতে সমস্যা হচ্ছে। আবার অনেকেই রান্না করেন বিধায় বৃদ্ধাঙ্গুলির ছাপ পাওয়া যায় না।’
ছেলে অরুণ চন্দ্র দের সঙ্গে ভোট দিতে এসেছিলেন কল্যাণী রানী দে। ৮৭ বছর বয়স্ক এই নারী ভোট দিয়েছেন। ফিরে যাওয়ার সময় তিনি বললেন, ‘বেশি সময় লাগেনি, তবে আঙুলের ছাপ নিতে একটু দেরি হয়েছে।’ আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম ফারুক জানান, তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো।
নির্বাচন কমিশন বলছে, ১২৮টি কেন্দ্রে ৯৯০টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড আছে। এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থীর সংখ্যা চার থেকে ছয়জন। সর্বোচ্চ আটজন প্রার্থী রয়েছেন তিনটি ওয়ার্ডে। সব মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন ২২৩ জন। বিএনপিপন্থী ১৫ জন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফরহাদ আলম।
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি পুরুষ ভোটারের চেয়ে বেশি। আজ শনিবার ময়মনসিংহ নগরীর কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে সকাল ৮ থেকে শুরু হওয়া নির্বাচনে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ২২ শতাংশের মতো।
ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত ২২ শতাংশ ভোট পড়েছে।
নগরীর নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের তিনটি বুথ ঘুরে দেখা যায়, নারী কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭২৪ জন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫০টি, যা মোট ভোটের ২৪ শতাংশ। একই কেন্দ্রে পাশেই পুরুষ বুথে ভোটারের সংখ্যা ২ হাজার ৪৩৭। ভোট পড়েছে ৬৭৪টি, যা মোট ভোটারের ২৭ শতাংশ। আরেকটি বুথে নারী ও পুরুষ মিলিয়ে ১ হাজার ৭৩৩ জন ভোটার। সেখানে ভোট পড়েছে ৫০০, যা মোট ভোটারের ২৯ শতাংশ।
ময়মনসিংহ পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ে মোট ভোটার ৭ হাজার ৭৮১ জন। এর মধ্যে নারী ৩ হাজার ৯৯১ জন এবং পুরুষ ভোটার ৩ হাজার ৭৯০ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২ হাজার ২৫৯টি, যা মোট ভোটের ২৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রশান্ত দাস।
নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, ‘কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সকাল থেকেই অনেক বেশি। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে নারীদের বেগ পেতে হচ্ছে। বয়স্ক নারীদের আঙুলের ছাপ পেতে সমস্যা হচ্ছে। আবার অনেকেই রান্না করেন বিধায় বৃদ্ধাঙ্গুলির ছাপ পাওয়া যায় না।’
ছেলে অরুণ চন্দ্র দের সঙ্গে ভোট দিতে এসেছিলেন কল্যাণী রানী দে। ৮৭ বছর বয়স্ক এই নারী ভোট দিয়েছেন। ফিরে যাওয়ার সময় তিনি বললেন, ‘বেশি সময় লাগেনি, তবে আঙুলের ছাপ নিতে একটু দেরি হয়েছে।’ আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম ফারুক জানান, তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো।
নির্বাচন কমিশন বলছে, ১২৮টি কেন্দ্রে ৯৯০টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড আছে। এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থীর সংখ্যা চার থেকে ছয়জন। সর্বোচ্চ আটজন প্রার্থী রয়েছেন তিনটি ওয়ার্ডে। সব মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন ২২৩ জন। বিএনপিপন্থী ১৫ জন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফরহাদ আলম।
ডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১৯ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪১ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে