নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত বিসিএসের ৪০তম ব্যাচের ২৫ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) শোকজ করা হয়েছে। গতকাল রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাঁদের ব্যাখ্যা তলব করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫ শিক্ষানবিশ এএসপির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। তাঁদের ব্যাখ্যা আসার পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
একজন শিক্ষানবিশ এএসপিকে দেওয়া ব্যাখ্যা তলবের চিঠিতে বলা হয়েছে, ‘প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে আরও কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে আপনি দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। আপনাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও আপনারা তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। ফলে প্রশিক্ষণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। এতে অন্যরা শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত হয়।’
ব্যাখ্যা তলবের ওই চিঠিতে আরও বলা হয়, ‘আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচরণের শামিল উল্লেখ করে এএসআই জহুরুল ইসলাম ব্যবস্থা নিতে অধ্যক্ষ বরাবর প্রতিবেদন দিয়েছেন। এ অবস্থায় এমন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন পাঠানো হবে না, তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।’
গত বছরের ২১ অক্টোবর ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত পুলিশ ক্যাডারের ৭১ জন কর্মকর্তার মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে একযোগে ২৫ জনই কারণ দর্শানোর নোটিশ পেলেন।
গত ২০ অক্টোবর তাঁদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ ছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অনুষ্ঠানের আগের রাতে হঠাৎ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর ২৪ নভেম্বর আবারও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়। তবে এবারও ১৮ নভেম্বর আবারও কুচকাওয়াজ স্থগিত করা হয়। ওই দিন একই সঙ্গে ৪০তম ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়। ২৬ নভেম্বর এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
৪০তম এসআই ক্যাডেট ব্যাচে মোট প্রশিক্ষণরত ছিলেন ৮২৩ জন। গত বছরের ৫ নভেম্বর তাঁদের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল গত ৪ নভেম্বর। কিন্তু এখনো প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
সম্প্রতি তিন দফায় মোট ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইয়ের কাছে ব্যাখ্যা তলবের পর তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়। ব্যাখ্যা তলবের পর সন্তোষজনক জবাব দিতে না পারার কারণ দেখিয়ে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও ১৮ নভেম্বর ৩ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়।
এখন ২৫ জন এএসপি আছেন অব্যাহতির আতঙ্কে। আতঙ্কিত ব্যাখ্যা তলবের চিঠি না পাওয়া অন্যরাও। যেকোনো সময় তাঁদেরও চিঠি দেওয়া হবে বলে অনেকে মনে করছেন।
অব্যাহতি পাওয়া এসআইদের অনেকে বলেছেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ সম্পৃক্ততার কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। শুধু শৃঙ্খলাভঙ্গের কারণেই তাঁদের অব্যাহতি দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত বিসিএসের ৪০তম ব্যাচের ২৫ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) শোকজ করা হয়েছে। গতকাল রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাঁদের ব্যাখ্যা তলব করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫ শিক্ষানবিশ এএসপির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। তাঁদের ব্যাখ্যা আসার পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
একজন শিক্ষানবিশ এএসপিকে দেওয়া ব্যাখ্যা তলবের চিঠিতে বলা হয়েছে, ‘প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে আরও কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে আপনি দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। আপনাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও আপনারা তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। ফলে প্রশিক্ষণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। এতে অন্যরা শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত হয়।’
ব্যাখ্যা তলবের ওই চিঠিতে আরও বলা হয়, ‘আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচরণের শামিল উল্লেখ করে এএসআই জহুরুল ইসলাম ব্যবস্থা নিতে অধ্যক্ষ বরাবর প্রতিবেদন দিয়েছেন। এ অবস্থায় এমন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন পাঠানো হবে না, তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।’
গত বছরের ২১ অক্টোবর ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত পুলিশ ক্যাডারের ৭১ জন কর্মকর্তার মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে একযোগে ২৫ জনই কারণ দর্শানোর নোটিশ পেলেন।
গত ২০ অক্টোবর তাঁদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ ছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অনুষ্ঠানের আগের রাতে হঠাৎ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর ২৪ নভেম্বর আবারও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়। তবে এবারও ১৮ নভেম্বর আবারও কুচকাওয়াজ স্থগিত করা হয়। ওই দিন একই সঙ্গে ৪০তম ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়। ২৬ নভেম্বর এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
৪০তম এসআই ক্যাডেট ব্যাচে মোট প্রশিক্ষণরত ছিলেন ৮২৩ জন। গত বছরের ৫ নভেম্বর তাঁদের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল গত ৪ নভেম্বর। কিন্তু এখনো প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
সম্প্রতি তিন দফায় মোট ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইয়ের কাছে ব্যাখ্যা তলবের পর তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়। ব্যাখ্যা তলবের পর সন্তোষজনক জবাব দিতে না পারার কারণ দেখিয়ে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও ১৮ নভেম্বর ৩ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়।
এখন ২৫ জন এএসপি আছেন অব্যাহতির আতঙ্কে। আতঙ্কিত ব্যাখ্যা তলবের চিঠি না পাওয়া অন্যরাও। যেকোনো সময় তাঁদেরও চিঠি দেওয়া হবে বলে অনেকে মনে করছেন।
অব্যাহতি পাওয়া এসআইদের অনেকে বলেছেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ সম্পৃক্ততার কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। শুধু শৃঙ্খলাভঙ্গের কারণেই তাঁদের অব্যাহতি দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
হাটহাজারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন
২৩ মিনিট আগেবিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর বিএনপির এক গ্রুপকে অফিসকক্ষে ডেকে নিয়ে অ্যাপায়ন করায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া উত্তর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছে আরেক গ্রুপ
১ ঘণ্টা আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়েছেন শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের ফকির মজনু শাহ সেতুর ওপরে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে