Ajker Patrika

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি 
নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের পর আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। ছবি: আজকের পত্রিকা
নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের পর আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। ছবি: আজকের পত্রিকা

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে হোসাইন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছে। এ সময় আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। এত ট্রাকগুলোর বেশ কয়েকজন আহত হন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সিদ্দিক আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক ওয়াইমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা দ্রুতগতির আরও চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের
নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের

ওসি আরও বলেন, পাথরবোঝাই ট্রাক ও বালুর ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে পাথরবোঝাই ট্রাকে আটকা পড়া চালক হোসাইন মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত