Ajker Patrika

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, প্রতিবেশীর হামলায় নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৩৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় প্রতিবেশীর হামলায় কামাল ব্যাপারী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও মানিকপুরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি সম্পর্কে বর সুমন ব্যাপারীর চাচা।

প্রতিবেশী রতন আলী বলেন, রোববার কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর বিয়ের কথা ছিল। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুর থেকে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান-বাজনা বাজানো হচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা কামাল ব্যাপারীর ওপর হামলা চালায়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে সামসুল ব্যাপারী বলেন, ‘তারা উচ্চ শব্দে গান বাজাচ্ছিল। নিষেধ করলে আমাদের মারধর করে। কামাল ব্যাপারী কীভাবে মারা গেছে, আমাদের জানা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত