শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই এসআইয়ের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাকিবুল হাসান নামের এক কলেজছাত্র।
অভিযুক্ত এসআইয়ের নাম খোকন চন্দ্র। তিনি শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত আছেন। অভিযোগকারী রাকিবুল হাসান শিবগঞ্জের মেঘাখর্দ্দ গ্রামের সেলিম মিয়ার ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।
অভিযোগপত্রে রাকিবুল হাসান বলেন, ‘আমি গত ২৪ জুন আদালতে একটা মামলা করি। মামলাটি তদন্ত করার জন্য আদালত শিবগঞ্জ থানাকে দায়িত্ব দেন। পরে থানা মামলাটি মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের সাব ইন্সপেক্টর খোকনকে দায়িত্ব দেয়। সাব ইন্সপেক্টর খোকন আসামিপক্ষের থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, আসামিপক্ষের সঙ্গে আমার বাবার মারামারি হওয়ায় শেখ সাদী নামের ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। কিন্তু তথ্যটি সত্য নয়। শেখ সাদী বর্তমানে সুস্থভাবে বেঁচে আছেন। তাঁর মিথ্যা প্রতিবেদনের কারণে আমরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি।’
জানতে চাইলে এসআই খোকন চন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিবেদনে মামলার নম্বরটা সঠিক দেওয়া আছে। কিন্তু শেখ সাদীর ভাই সালাউদ্দিন পটল নিহতের জায়গায় ভুলক্রমে শেখ সাদী হয়ে গেছে। এ বিষয়ে বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, অভিযোগ তদন্ত করে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই এসআইয়ের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাকিবুল হাসান নামের এক কলেজছাত্র।
অভিযুক্ত এসআইয়ের নাম খোকন চন্দ্র। তিনি শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত আছেন। অভিযোগকারী রাকিবুল হাসান শিবগঞ্জের মেঘাখর্দ্দ গ্রামের সেলিম মিয়ার ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।
অভিযোগপত্রে রাকিবুল হাসান বলেন, ‘আমি গত ২৪ জুন আদালতে একটা মামলা করি। মামলাটি তদন্ত করার জন্য আদালত শিবগঞ্জ থানাকে দায়িত্ব দেন। পরে থানা মামলাটি মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের সাব ইন্সপেক্টর খোকনকে দায়িত্ব দেয়। সাব ইন্সপেক্টর খোকন আসামিপক্ষের থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, আসামিপক্ষের সঙ্গে আমার বাবার মারামারি হওয়ায় শেখ সাদী নামের ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। কিন্তু তথ্যটি সত্য নয়। শেখ সাদী বর্তমানে সুস্থভাবে বেঁচে আছেন। তাঁর মিথ্যা প্রতিবেদনের কারণে আমরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি।’
জানতে চাইলে এসআই খোকন চন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিবেদনে মামলার নম্বরটা সঠিক দেওয়া আছে। কিন্তু শেখ সাদীর ভাই সালাউদ্দিন পটল নিহতের জায়গায় ভুলক্রমে শেখ সাদী হয়ে গেছে। এ বিষয়ে বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, অভিযোগ তদন্ত করে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ২৪ ঘণ্টার অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দুটি মোবাইল ফোন। চারজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, আরেকজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।
১২ মিনিট আগেটেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাঁট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও ৪২ জন রোহিঙ্গা।
২৫ মিনিট আগেদিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সংস্কারকাজ শুরু করেছে দিনাজপুর সড়ক ও জনপদ কর্তৃপক্ষ। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে এ কাজ শুরু হয়।
৩২ মিনিট আগেএবার বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার হয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক মেহেদী হাসান খান বাবু। আজ বুধবার চুয়াডাঙ্গার জীবননগরের শাহাপুর পুলিশ ফাঁড়ির ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন এই সমন্বয়ক।
৩৭ মিনিট আগে