Ajker Patrika

রাজশাহীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৫: ৪৮
রাজশাহীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। নিহত চিকিৎসকের নাম ডা. মামুন-উর-রশীদ (৬৭)। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ডা. মামুন-উর-রশীদ রামেকের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। অবসরের পর রাজশাহীতেই একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন তিনি। সেই চাকরি ছেড়ে দিয়ে একটি বেসরকারি ক্লিনিকে রোগী দেখতেন। এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন এই চিকিৎসক। 

রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ডা. মামুন-উর-রশীদ নগরীর শালবাগানের বাসিন্দা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁ। মামুনের স্ত্রী ডা. রোখসান আরা রামেকের প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক। দুই ছেলের জনক ছিলেন ডা. মামুন-উর-রশীদ। 

বৃহস্পতিবার বাদ জোহর রামেক চত্বরে নিহতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নগরীর টিকাপাড়া কবরস্থানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে টিকাপাড়া কবরস্থানেই তাঁকে দাফন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত