Ajker Patrika

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। ছবি: আজকের পত্রিকা

পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী পৌর বিএনপি।

আজ শুক্রবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে পৌর বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।

লিখিত বক্তব্যে ফজলুর রহমান বলেন, ৫ ফেব্রুয়ারি জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী বিএনপির ৪৭ নেতা-কর্মীর নামে শেখ হাসিনার ট্রেনে হামলার মিথ্যা মামলায় বিচারিক আদালত কর্তৃক ফরমায়েশি রায়ের বিরুদ্ধে হাইকোর্টের আপিল বিভাগে রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এ দিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হঠাৎ একজন সাংবাদিক ভাইয়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ভিডিও ফুটেজগুলো পুনরায় দেখে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।

বিএনপির পক্ষ থেকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ফজলুর রহমান বলেন, আমাদের নেতা-কর্মীদের আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল হাইকোর্ট প্রাঙ্গণে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। ঘটনার সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসানকে ধাক্কা দিলে ২-৩ জন অচেনা যুবক এসে সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাঁদের মারধর করে। ওই যুবকদের ধরতে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে তাদের দলের নেতা-কর্মীরা কেউ চিনতে পারেনি। এ ঘটনার জেরে মেহেদী হাসানকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সামসুজ্জোহা পিপ্পুসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত