Ajker Patrika

রাজশাহী-৫: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী-৫: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল) নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর পৌর শহরের সিংগা বাজারে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও আশপাশের মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকেরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার অফিস ও বাইরের চা স্টলগুলোতে অবস্থান করছিলেন। এ সময় দুর্গাপুর সদর থেকে শিব রোডে একটি মোটরসাইকেল যোগে তিনজন যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে উপস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ বলেন, ‘নৌকার প্রার্থীর ইন্ধনে তাঁর লোকজন আমাদের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের নির্বাচনী প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করেছেন। তাঁরা স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছে।’ 

দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয়ভীতি দেখাতে একটি পক্ষ আমাদের প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ 

ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকাদুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচার অফিসে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ দ্বারা। আর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান জেলা যুবলীগের সাবেক সহসভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত